রাজীব মণি দাসের রচনা ও পরিচালনায় সম্প্রতি নির্মাণ করা হয়েছে বিশেষ টেলিফিল্ম ‘প্রাণের স্বামী’। টেলিফিল্মের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আখম হাসান, রেজমিন সেতু, শফিক খান দিলু, সায়কা আহমেদ, তারিক স্বপন, তাবাসসুম মিথিলা প্রমুখ। টেলিফিল্মটি আগামী ৮ নভেম্বর ২০২৪ খি: শুক্রবার বিকেল ৩টায় চ্যানেল আইতে প্রচারিত হবে। ‘প্রাণের স্বামী’গল্পে দেখা যায়-
বিস্তারিত