রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৬ পূর্বাহ্ন

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম প্রচারের ওপর গুরুত্বারোপ স্থানীয় সরকার উপদেষ্টার

শওকত আলী হাজারী / ৪৪ বার
আপডেট সময় :: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ১১:১৫ অপরাহ্ন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম আরও স্বচ্ছ, গতিশীল ও সঠিক ভাবে সম্পন্ন করতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণার উদ্যোগ নিতে হবে।

তিনি রবিবার ৬ অক্টোবর ২০২৪ খি: ঢাকায় ডিপিএইচই মিলায়তনে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন, স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তেব্যে এ কথা বলেন।

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয় এর রেজিস্টার জেনারেল মো. যাহিদ হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্নয় ও সংস্কার) মো. মাহমুদুল হোসাইন খান, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম, ইউনিসেফ বাংলাদেশের উপ-প্রতিনিধি দীপিকা শর্মা ও ডেপুটি রেজিস্টার জেনারেল ড. আবু নছর মোহম্মদ আবদুল্লাহ।

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৪ এ বছরের প্রতিপাদ্য ‘জন্ম-মৃত্যু নিবন্ধন, আনবে দেশে সুশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!