বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪ খি: সকালে ঢাকায় পল্টনস্থ রোলার স্কেটিং কমপ্লেক্স এর সামনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত জাতীয় যুব দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে যুব র্যালী উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
উক্ত অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মকছুদ জাহেদী, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. গাজী মো: সাইফুজ্জামান উপস্থিত ছিলেন।
যুব র্যালীর অংশগ্রহণকারী: মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, যুব প্রশিক্ষণার্থী, আত্মকর্মী, উদ্যোক্তা, যুব সংগঠক ও অন্যান্যরা।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবারও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রাজধানীসহ সারাদেশে ‘জাতীয় যুবদিবস-২০২৪’ পালিত হবে। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ।’
উদ্বোধন শেষে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী টি রোলার স্কেটিং কমপ্লেক্স থেকে শুরু হয়ে, সচিবালয় হয়ে, হাইকোর্ট এলাকায় ঘুরে মৎস্য ভবন হয়ে সচিবালয়ে গিয়ে শেষ হয়। প্রতি বছর পহেলা নভেম্বর জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয়। এবারের যুব দিবসে ১৫ যুবককে বিশেষ সফলতার জন্য জাতীয় যুব পুরস্কার দেয়া হবে।
এছাড়াও, ২ থেকে ৮ নভেম্বর পর্যন্ত বাংলা একাডেমিতে যুব মেলা হবে। সেখানে সারাদেশের যুব উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য প্রদর্শনী ও বিক্রি হবে।