আবু সায়েম মুহাম্মদ সা”আদাত উল করিম
জামালপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের মুসলিমাবাদ সরকারি প্রাঃ বিদ্যালয় ভোট কেন্দ্র প্রাঙ্গনে “কাপ পিরিচ মার্কার “ নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, জামালপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জামালপুর জেলা আওয়ামী লীগের বর্তমান সহসভাপতি জনাব ফারুক আহম্মেদ চৌধুরী।
ঐ সমাবেশে দেয়া তাঁর বক্তব্যের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আওয়ামী লীগ একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল। এই দলের কোনো নেতা-কর্মি ধর্মকে কটাক্ষ করে কথা বলতে পারেন না। যদি বলেন, তবে সেটি দলের সাংগঠনিক বিধি-বিধান বা ধারা-উপধারা লংঘনের মধ্যে অবশ্যই পড়বে? তাঁর এই বক্তব্য পরিচ্ছন্নভাবে ধর্মীয় সম্প্রীতি নষ্টের অপচেষ্টা। রাজনৈতিকমহল ও সাধারণ মানুষ অন্তত তাই মনে করেন।
ঐ সমাবেশে জামালপুর সদর উপজেলার চেয়ারম্যান পদ প্রার্থী বিজন কুমার চন্দকে উদ্দেশ্য করে তিনি বলেন-“ আপনি তো মিয়া হিন্দুও না। আপনের তো কোনো ধর্মই নাই। আপনি তো মিয়া মন্দিরে বইয়া গরু খান।” তার এই বক্তব্য স্পস্টতই ধর্মীয় অনুভূতিতে আঘাত করে।
জামালপুর সদরবাসী তাঁর বক্তব্য অনেক বেশি বিষ্মিত। সেই সাথে জামালপুর আওয়ামী লীগের তৃনমূল নেতা-কর্মিদের মতামতের প্রতীক্ষায়।