শেরপুরের নকলা উপজেলার ঐতিহ্যবাহী বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসা (বাইদামা) এর পরিচালনা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) বিকেলে মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র-এর কার্যালয়ে তাঁর সভাপতিত্বেই এই সভা অনুষ্ঠিত হয়। এটি নতুন সভাপতি দীপ জন মিত্র-এর প্রথম সভা।
সভায় মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য সচিব মাদ্রাসার সুপার মাওলানা মোঃ শহিদুল ইসলাম-এঁর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শিক্ষানুরাগী সদস্য খন্দকার ফারুকুল ইসলাম লাল মিয়া, দাতা সদস্য ইয়ামিন মিয়া, অভিভাবক সদস্য কব্দুল হক, নজরুল ইসলাম, সংরক্ষিত সদস্য খোরসেদা বেগম, শিক্ষক প্রতিনিধি মো. মোশারফ হোসাইন, মোসাম্মৎ রোকেয়া আক্তার ও তাহেরা সুলতানা নিজ নিজ মতামত তুলে ধরেন।
এসময় সভার সফলতা কামনায় সার্বিক সহযোগিতায় ছিলেন মাদ্রাসার অফিস সহকারী কব্দুল হাসেন, উপজেলা পরিষদের সিএ আইনুন নাঈম পানেল, উপজেলা প্রশাসনের অফিস সহকারী হেলাল উদ্দিন ও হাবিবুর রহমান প্রমুখ। এছাড়া এই আলোচনা সভার সকল সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়ে রেজুলেশনে নিজ নামের পাশে স্বাক্ষর করেছেন অভিভাবক সদস্য আব্বাছ আলী ও ছাইদুল ইসলাম। আলোচনা সভায় মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও পাঠদান কার্যক্রমের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।