ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নাজমুল আনসারী (৩৬) নামের ১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন। সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক একটি অটোরিকশাকে চাপা দিলে দুমড়ে মুছড়ে যায়। এ সময় অটোরিকশায় থাকা যাত্রীদের মধ্যে নাজমুল আনসারী ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আশংকা জনক অবস্থায় আরও চার জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে স্থানীয় থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নিহতের লাশ উদ্ধার করে। এসময় রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
নিহত নাজমুল হুদা আনসারী সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার উটরা গ্রামের আবুল হোসেনের ছেলে। আহত চার জনের ঠিকানা এখনো পাওয়া যায়নি।
ভরাডোবা হাইওয়ে থানার ওসি আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় আনা হচ্ছে। আহতদের ব্যাপারে বিস্তারিত এখনো জানা যায়নি।
শফিউল্লাহ আনসারী