সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৩:৩২ অপরাহ্ন

মাগুরায় যমুনা ব্যাংকের উদ্যোগে আর্থিক স্বাক্ষরতা কর্মসূচী -২০২৪ পালিত

শাহিন খন্দকার মাগুরা প্রতিনিধি / ২৯ বার
আপডেট সময় :: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ১২:০২ অপরাহ্ন

বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক এর নির্দেশনায় মাগুরাতে যমুনা ব্যাংকের উদ্যোগে আর্থিক স্বাক্ষরতা কর্মসূচী পালিত হয়েছে।

বুধবার ৩০ অক্টোবর সন্ধ্যা ৬ টার সময় ব্যাংকের কার্যালয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। যমুনা ব্যাংকের মাগুরা শাখা ব্যবস্হাপক মোঃ জয়নাল আবেদীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোভা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কাজী কামরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুছ আলী, এ ডি আই এর আঞ্চলিক প্রধান মোঃ অলিয়ার রহমান ,মাগুরা জেলা জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক মোঃ ওয়াহিদুল ইসলাম।

ব্যাংকের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাগুরা শাখা ম্যানেজার অপারেশন মোঃ মনজুর রহমান ও অফিসার বৈদনাথ রায়।অনুষ্ঠানে ব্যাংকের অন্যান্য কর্মকর্তা কর্মচারী, ব্যাংকের গ্রাহক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদ্বয় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমরা আগে মাটির ব্যাংক ও বাড়ির বিভিন্ন জায়গায় টাকা জমাতাম কিন্তু নিরাপত্তার কথা চিন্তা করে এখন ব্যাংকে জমা রাখছি।সেই হিসাবে যমুনা ব্যাংক একটি নিরাপদ ব্যাংক।

রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইউনুছ আলী বলেন,” আমি ব্যাংকের ম্যানেজার সাহেবকে বলবো ওনারা যেন ক্ষুদ্র উদ্যোক্তাদের বেশি বেশি ঋণ দিয়ে সাবলম্বী হওয়ার ব্যবস্থা করে দেন। তাহলে ব্যাংকের লেনদেনের পাশাপাশি ব্যবসায়ীরা যেমন লাভবান হবে তেমনি দেশেরও ব্যাপক উন্নয়ন ঘটবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!