মাদক বিরোধী অভিযানে আব্দুল মান্নান নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোঃছামিউল আলম সোহান
শেরপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর বিশেষ একটি দল ১৮/১১/২০২৪ তারিখ সহকারী পরিচালক ফয়সাল মাহমুদ এর সার্বিক তত্বাবধানে একটি মাদক বিরোধী অভিযান করে শেরপুর সদর থানাধীন গোয়ালপাড়া আসামী মোঃ আব্দুল মান্নান (৪৫) তার দখলীয় বসতঘরের ভিতর তার নিকট হতে হেরোইন ১ গ্রাম, গাঁজা ২৫০ গ্রাম এবং মাদক বিক্রিত ৮৭,৪০০/- টাকা উদ্ধার ও জব্দ করে। আসামি মোঃআব্দুল মান্নান দীর্ঘ দিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত আছে তার বিরুদ্ধে শেরপুর সদর থানায় একাধিক মাদক মামলা রয়েছে । মাদক দ্রব্য নিয়ন্ত্র অধিদপ্তরে প্রাথমিক জিজ্ঞেসাবাদ এরপর তাকে শেরপুর সদর থানায় প্রেরণ করে মোঃ আল মাসুদ উপ-পরিদর্শক বাদী হয়ে একটি মামলা দায়ের করে মামলা নং-৩৭ তারিখ- ১৮/১১/২৪।