এস এইচ শাকিল
“শেখ রাসেলের আর্তনাদ” চলচ্চিত্রে রিমন রেন সূর্য গুরুত্বপূর্ণ বীর মুক্তিযোদ্ধা চরিত্রে অভিনয় করবেন।
১৭-০৩-২০২৪ তারিখে রোজ রবিবার একটি ঢাকার অভিজাত রেস্টুরেন্টে পরিচালক সালমান হায়দার এর সাথে রিমন রেন সূর্য চুক্তিবদ্ধ হয়েছেন। শেখ রাসেলের আর্তনাদ চলচ্চিত্রে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপা চরিত্রে অভিনয় করবেন চিত্র নায়িকা অপুবিশ্বাস ও চিত্র নায়িকা মিস্টি জান্নাত শেখ রেহেনা আপা চরিত্রে অভিনয় করবেন বলে পরিচালক সালমান হায়দার জানিয়েছেন। এই চলচ্চিত্র সম্পর্কে সাংবাদিককে বলেছেন অভিনেতা রিমন রেন সূর্য নিজেই। রিমন রেন সূর্য বলেন, আজ আমার জন্য এই দিনটি খুবই স্মরণীয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জন্মবার্ষিকী তে “শেখ রাসেলের আর্তনাদ” চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছি। আমাকে একজন বীর মুক্তিযোদ্ধার চরিত্রে দেখতে পাবেন। আমি চরিত্রের জন্য দাড়ি মোচ কাটতে পারবো না অরিজিনাল মুক্তিবাহিনী হিসেবে নিজেকে তৈরী করছি। ঈদের পরে শুটিং এর তারিখ জানাবেন পরিচালক সালমান হায়দার। সকলে আমার জন্য দোয়া ও আশীর্বাদ করবেন যেনো আমি ভালো ভালো অভিনয় এর মাধ্যমে চলচ্চিত্র উপহার দিতে পারি। “শেখ রাসেলের আর্তনাদ” চলচ্চিত্রে যারা অভিনয় করবে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরিচয় প্রকাশ করা হবে জানিয়েছেন পরিচালক সালমান হায়দার।