শেরপুর-১ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান আতিককে প্রায় লক্ষাধিক ভোটের ব্যবধানে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। জয়ী হবার পর ৮ জানুয়ারি (সোমবার) তিনি শহরের নতুন বাসস্টেশন, বাগরাকসা, তিনানী বাজার, নিউমার্কেট, খরমপুরসহ পৌর শহরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।
কুশল বিনিময়কালে নবনির্বাচিত সাংসদ ছানোয়ার হোসেন ছানু বলেন, শেরপুরে রেললাইন নেই, মেডিকেল কলেজ নেই, পাবলিক বিশ্ববিদ্যালয় নেই। দীর্ঘ দিনেও এরকম প্রতিষ্ঠান আমাদের শেরপুরে আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি। অন্যান্য জেলা থেকে আমরা অনেক পিছিয়ে আছি। এ সকল প্রতিষ্ঠানে শেরপুরে নিয়ে আসার জন্য আমি প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাবো। আমার বিশ্বাস, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের শেরপুরে এই ধরণের প্রতিষ্ঠান উপহার দিবেন। এছাড়া আমি স্মার্ট শেরপুর বিনির্মানে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ।