আজ রবিবার (৩ নভেম্বর) বিকাল ৩.৫০ ঘটিকায় শেরপুর শহরের সোনার বাংলা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে র্যাব-১৪, সিপিসি ১, জামালপুর।
র্যাব ১৪ জামালপুর ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো: আব্দুল হাই চৌধুরী আজ সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। মুকুল দফাদার শেরপুর সদর থানার দড়িপাড়া গ্রামের বদু দফাদার @ মোজাম্মেল হকের ছেলে।
র্যাব জানায়, গত ৪ আগস্ট বিকাল পাঁচটায় শেরপুর শহরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণমিছিলে দুস্কৃতিকারীরা হামলা করে। এতে মোঃ মাহবুব আলম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনায় নিহতের মা মোছাঃ মাফুজা খাতুন বাদী হয়ে গত ১২ আগস্ট শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-০৮) অন্যদিকে শেরপুর সদর থানার ওসি তদন্ত জাহাঙ্গির আলম জানায় উক্ত থানায় ১২-০৮-২৪ ইং তারিখে সাদ্দাম হোসেন বাদি হয়ে সবুজ হত্যা মামলা দায়ের করে মামলা নং ০৯ এ মামলার আসামি হিসেবে মুকুল দফাদার রয়েছে।
মামলার পর র্যাব-১৪, জামালপুর কোম্পানি ছায়াতদন্ত শুরু করেন এবং জড়িতদের আইনের আওতায় আনার কার্যক্রম শুরু করে। এর ধারাবাহিকতায় আজ বিকেলে সোনার বাংলা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত আছে বলে জানায় র্যাব।