শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঢাকায় ০৭ – ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে অ্যানুয়াল বিআইডিএস কনফারেন্স অন ডেভেলপমেন্ট (এবিসিডি) ২০২৪ বাংলাদেশে জনস্বাস্থ্যের উন্নতিতে যুক্তরাজ্যের ‘বেটার হেলথ ইন বাংলাদেশ প্রোগ্রাম’ কার্যক্রমের অর্জন উদযাপন ভারতে পাচারকালে বিপন্ন প্রজাতির ৬টি মুখ পোড়া হনুমান উদ্ধার ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সাতক্ষীরায় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল শেরপুরে নিত্যপণ্যের বাজারমূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের মতবিনিময় সভা আশাশুনি রিপোর্টার্স ক্লাবের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শেরপুরের নকলায় জিয়া মঞ্চ’র উপজেলা কমিটি গঠন, আলোচনা সভা সিরাজগঞ্জে বেলকুচিতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও আলোচনা সভা   আন্তঃজেলা ডাকাত সর্দার সুজন গ্রেফতার স্বপ্নের পুষ্পধারা এখন বাস্তব রূপ নিচ্ছে

শেরপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি হলেন এডভোকেট আব্দুল মান্নান

মোঃছামিউল আলম সোহান / ৩৮ বার
আপডেট সময় :: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৬:৪৭ অপরাহ্ন

শেরপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে নিয়োগ পেয়েছেন সিনিয়র এডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান। ১৮ নভেম্বর সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) থেকে জারি করা এক আদেশে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে।

পিপি পদে নিয়োগ পাওয়া এডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান ২০১২ সালের (২ এপ্রিল) শেরপুর জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেছেন। তিনি শেরপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উপদেষ্টা এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। এছাড়া তিনি শেরপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ছিলেন।

জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলী (জিপি) পদে নিয়োগ পেয়েছেন শেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব।

এছাড়া নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল এর স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে এডভোকেট আশরাফুন্নাহার (রুবি) নিয়োগ পেয়েছেন।

এছাড়াও অতিরিক্ত সরকারি কৌঁসুলি পদে নিয়োগ প্রাপ্ত হন এডভোকেট  মোঃআবুজার গাফফারী। নিন্মে বর্নিত আইনজীবিগন সহকারি সরকারি কৌঁসুলি(এজিপি) জেলা জজ আদালত এ নিয়োগ প্রাপ্ত হন-১. এডভোকেট  মোঃ আফছার উদ্দিন ২.এডভোকেট  মোঃজয়নাল আবেদীন ৩.এডভোকেট  মোঃ আশরাফুল ইসলাম (সোহেল) ৪. এডভোকেট  শারমিন সুলতানা বিথী ৫.এডভোকেট  মোঃ সিদ্দিকুর রহমান ভূঁইয়া

সহকারী পাবলিক পাবলিক প্রসিকিউটর (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল) নিয়োগপ্রাপ্ত হন এডভোকেট  মোঃ শামসুল হক।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (জেলা ও দায়রা জজ) এ নিয়োগ প্রাপ্ত হন ১.এডভোকেট  আলহাজ্ব মোঃ মিজানুর রহমান ২.এডভোকেট  মোঃ ছামিউল ইসলাম ৩.এডভোকেট  মোঃএম কে মুরাদুজ্জামান।

সহকারী পাবলিক প্রসিকিউটর (জেলা ও দায়রা জজ আদালত) এপিপি- এ নিয়োগ প্রাপ্ত হন ১.এডভোকেট  মোঃ আশরাফুল আলম লিচু ২. এডভোকেট  মুন্সি মোঃ মহসিন ৩.এডভোকেট  মোঃ রৌশনারা বেগম ৪.এডভোকেট জ মোঃ গোলাম হক সরকার ৫.এডভোকেট  মোহাম্মদ হারুন অর রশিদ (বাচ্চু) ৬.এডভোকেট  শাহনুর রহমান রুবেল ৭.এডভোকেট মোঃআদিলুজ্জামান ৮.এডভোকেট  মোঃআল আমিন
৯.এডভোকেট  মোঃ রাশেদুর রহমান (রাসেল) ১০.এডভোকেট  মোহাম্মদ সুজাউদ্দৌলা ১১.এডভোকেট  মোক্তারোজ্জামান (মুক্তার) ১২.এডভোকেট  মোঃ জমশেদ আলী ১৩.এডভোকেট  মোঃমাসউদুর রহমান শামীম ১৪.এডভোকেট  এ কে এম হাবিবুল্লাহ ইসলাম হাবিব ১৫.এডভোকেট  সৈয়দ হাবিবুর রহমান (রুনু)১৬.এডভোকেট  মোঃ শেখ সাহেদ রহমান ১৭. এডভোকেট  মোঃ মতিউর রহমান(২) ১৮.এডভোকেট  মোঃ বজলুর রহমান।

শেরপুর জেলা ও দায়রা জজ আদালত ও এর অধীন আদালতে এবং নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে (সানা মোঃ মাহরুফ হুসাইন) উপ সলিসিটির জিপি- পিপি – এর আদেশ ক্রমে ১৮/১১/২০২৪ ইং তারিখে উক্ত পদে নিয়োগ প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!