শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:
মুন্সিগঞ্জ-১ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদ ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন। টানা চতুর্থবারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় ও স্বাধীনতার ৫২বছর পর সিরাজদিখান উপজেলা থেকে প্রথমবারের মতো মুন্সীগঞ্জ-১ আসন থেকে এমপি নির্বাচিত হওয়ায় রবিবার সকাল সাড়ে ৯টায় বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি।
এসময় তার সাথে ছিলেন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন, সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, শ্রীনগর উপজেলা আওয়ামীলীগসাধারণ সম্পাদক মশিউর রহমান মামুন, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুর রহিম ভূইয়া, বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর সাবেক সহ-সম্পাদক মোঃ জাকির হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য মাকসুদ আলম ডাবলু , সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবদুল মতিন হাওলাদার, ইকবাল হোসেন সুরুজ, যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম খান, ইকবাল হোসেন চোকদার, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান জিঠু, সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এস এম মহসিন ভূইয়া, নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য সিরাজদিখান উপজেলার আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসলাম শেখ, শেখর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মোঃ আমজাদ হোসেন, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টু, সিরাজদিখান উপজেলা যুবলীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক এইচএম জহিরুল ইসলাম লিটু, সহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।