- Sherpur24 - https://sherpur24.com -

বাংলা নববর্ষ উপলক্ষে ১৪ কিলোমিটার দীর্ঘ আল্পনা আঁকলেন ৬৫০ জন শিল্পী

বাঙালি জীবনের ঐতিহ্যের ধারক বাংলা নববর্ষ। পহেলা বৈশাখ বাঙালি জাতীয় জীবনের আবেগের নাম। এই আবেগের সাথে জড়িয়ে আছে আমাদের আটপৌরে জীবনের আনন্দ-বেদনা, হাসি-কান্না, উচ্ছ্বাস। আমাদের বেঁচে থাকার গান। দিনটিকে ঘিরে আমরা কত আয়োজনই না করে থাকি। ব্যতিক্রমী এক আয়োজনের সাক্ষি হতে চলেছে কিশোরগঞ্জের মিঠামইন-অষ্টগ্রাম।

মিঠামইন থেকে অষ্টগ্রাম জিরোপয়েন্ট পর্যন্ত ১৪ কিলোমিটার সড়ক আলপনায় সজ্জিত করেছেন ৬৫০ জন শিল্পী। তাদের মেধা, শ্রম, দেশপ্রেম আমাদেরকে করেছে আপ্লুত। এই আলপনা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের জন্য আবেদন করা হবে।