- Sherpur24 - https://sherpur24.com -

শিক্ষার মান বাড়ানোর তাগিদ শিক্ষামন্ত্রীর

মাধ্যমিক ও উচ্চ শিক্ষার মান বাড়ানোর তাগিদ দিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষার ক্ষেত্রে প্রশংসনীয় অগ্রগতি হলেও মানের দিক থেকে আমরা অনেক পিছিয়ে আছি। সে ক্ষেত্রে গুরু দায়িত্ব পালন করতে হবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের। কারণ তারা সরাসরি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম তদারকি করেন।’

সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) আওতায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন সুবিধা প্রদানের জন্য যোগ্য সুবিধাভোগী শিক্ষার্থী নির্বাচন ও উপবৃত্তির অর্থ প্রেরণসহ এসইডিপির অন্যান্য কার্যক্রম অবহিতকরণ সম্পর্কিত এক কর্মশালায় এ কথা বলেন তিনি। বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ কর্মশালা হয়।