শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম ::
পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ অবমাননার দায়ে কাশেম আলী নামে একজন আটক নাসিরনগরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, ইউপি সদস্য সহ ৩২ জনের নামে মামলা শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন নাট্যকার ফরিদুল ইসলাম রুবেল মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার সাথে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সৌজন্য সাক্ষাৎ বোস-আইনস্টাইন তত্ত্বের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে ৪ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু নিবিড় হজ্ব কাফেলার হাজী পূর্ণমিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নাসিরনগরে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মত বিনিময় ভালুকায় বিএনপি’র জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‌্যালী ও আলোচনা সভা চীন মৈত্রীতে ১৭ দিন ব্যপী এশিয়া আন্তর্জাতিক বানিজ্য মেলা ২০২৪ উদ্বোধন পুষ্পধারার ডিরেক্টরগণের পুষ্প ইকো সিটির উন্নয়ন কার্যক্রম পরিদর্শন

পিরোজপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে শিশুসহ নিহত ৮, শেরপুরের বাসিন্দা ৪

ছামিউল আলম সোহান, শেরপুর / ১৬ বার
আপডেট সময় :: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ২:৪৪ অপরাহ্ন

পিরোজপুরে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে নারী-শিশুসহ দুই পরিবারের আটজনের মৃত্যু হয়েছে। বুধবার (৯ অক্টোবর) দিবাগত রাত তিনটার দিকে পিরোজপুর-নাজিরপুর সড়কের নূরানী গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন—নাজিরপুরের হোগাবুনিয়া এলাকার মৃত আসাদ মৃধার ছেলে শাওন (৩২), তাঁর স্ত্রী আমেনা বেগম (২৫), শিশু সন্তান শাহাদাত (১০) ও আব্দুল্লাহ (৩)। অপর পরিবারের নিজামদ্দীনের চাচাত ভাই মো: গোলাম জাকারিয়া বাদল এ তথ্য নিশ্চিত করেন যে শেরপুরের সদর উপজেলার ১২ নং কামারিয়া ইউনিয়নের ভিমগঞ্জ, রঘুনাথপুর নিজামুদ্দিনের ছেলে মো. মোতালেব (৪৫), তার স্ত্রী সাবিনা (৩০), মেয়ে মুক্তা (১২) ও দুই বছর ছেলে শিশু সোয়াইব। নিহত নিজামুদ্দিন সেনাবাহিনীর সিবিলে ঢাকা সেনা নিবাসে চারিরত ছিলেন।

নিহত শাওনের খালাতো ভাই মুরাদ জানান, ছুটি কাটাতে শাওন ও তাঁর বন্ধু পরিবার নিয়ে কুয়াকাটা গিয়েছিলেন। সেখান থেকে গ্রামের বাড়ি নাজিরপুরের হোগলা বুনিয়া ফেরার পথে রাত তিনটার দিকে পিরোজপুর নাজিরপুর সড়কের নূরানী গেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটি খালে পড়ে যায়। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

পিরোজপুর জেলা হাসপাতালের আরএমও বলেন, একটি প্রাইভেটকার দুর্ঘটনায় আটজনকে পিরোজপুর জেলা হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সোবাহান বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে যাই। ফায়ার সার্ভিস পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে নেওয়া হয়।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!