ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাত অনুমান সাড়ে আট ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বাঘী গ্রামের জয় সেনের বাড়ির সামনের রাস্তার উপরে মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে জালাল মিয়া (৩৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। জালাল মিয়া বাঘী গ্রামের মৃত শিশু মিয়া এর পুত্র।
পুলিশ সূত্রে জানা যায় জালাল আইনশৃঙ্খলা বাহিনীর অগোচরে বহুদিন যাবত ইয়াবা ব্যবসা করে আসছিল।তাঁর দেহ তল্লাশি করে পরনের লুঙ্গির ডান কোচ হতে নীল রঙের পলিথিনের প্যাকেটে মোড়ানো ৫০ পিস ট্যাবলেট(ইয়াবা) উদ্ধার করে আলামত সহ তাকে থানা হেফাজতে আনা হয়।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ( ওসি) মোঃ আব্দুল কাদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই নুরে আলম, এ এস আই জহির হোসেন, এ এস আই মোহাম্মদ হোসেন সঙ্গীয় ফোর্স সহ একটি অভিযানিক দল ৫০ পিস ইয়াবা সহ তাকে গ্রেপ্তার করে।তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রক আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।