মাগুরায় যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের সমন্বয়ে সারাদেশে জেলা ভিত্তিক সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনা মূলক যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ২৯ অক্টোবর বিকাল তিনটায় শহরের নোমানী ময়দান অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
অ্যাডভোকেট ওয়াশিকুর রহমান কল্লোল এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদ এর সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর সাধারণ সম্পাদক নাসিরুউদ্দিন নাসির, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদ এর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাজমুল হাসান সহ মাগুরা জেলার যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন ইতিমধ্যে প্রায় ৩০ টি জেলাতে আমাদের গ্রুপ ভিত্তিক এই যৌথ কর্মীসভা চলমান আছে।জুলাই আগস্ট এই ছাত্র আন্দোলনে ছাত্রদলের ভূমিকা ছিল অপরিসীম । তিনি আরো বলেন তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ইনশাআল্লাহ প্রধানমন্ত্রীদের দায়িত্ব গ্রহণ করবেন।