আমন ধান কাটার এ মৌসুমকে ঘিরেই শুরু হয় বাঙালির চিরায়িত নবান্ন উৎসব। নবান্ন উৎসবকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকা উপজেলায় আগাম জাতের রোপা আমন ধান কাটা শুরু হয়েছে। ঘাসফড়িংয়ের আক্রমণে আশানুরূপ ফলন হয়নি, কৃষি অফিসে গিয়েও সহয়তা না পাওয়ার অভিযোগ স্থানীয় কৃষকদের।
উপজেলার পাড়াগাঁও, কাচিনা, মল্লিকবাড়ী এলাকা ঘুরে দেখা যায়, খেত থেকে ফসল তোলায় ব্যস্ত কৃষক, ধান কেটে তা খেতে বিছিয়ে রোদে শুকিয়ে ছোট ছোট আঁটি করছেন। আবার কোনো কোনো এলাকায় কৃষক ধান মাড়াই করছেন। মাড়াইয়ের পর সেই ধান বস্তায় ভরে ঘরে তুলছেন। তবে কারেন্ট পোকা নামে পরিচিত বাদামি ঘাসফড়িংয়ের ব্যাপক আক্রমণে আশানুরূপ ফলন হয়নি।
পাড়াগাঁও, কাচিনা, সিডস্টোর, হবিরবাড়ী এলাকার কৃষকরা অভিযোগ করে বলেন, পোকা দমনে উপজেলা কৃষি অফিসে গিয়েও সহায়তা পাইনি। এবার উপজেলার ১৯ হাজার ৯১০ হেক্টর জমিতে রোপা আমন আবাদ হয়েছে। তার মধ্যে ২২ শত ৬০ হেক্টর জমিতে আগাম রোপা আমন চাষ হয়েছে।
তবে ভালুকা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত জামান এর দাবী উপজেলার কিছু কিছু এলাকায় আমন খেতে বাদামি ঘাসফড়িংয়ের আক্রমণ ছিলো। পোকা নিয়ন্ত্রণে ও পরিচ্ছন্ন চাষাবাদে কৃষকদের নানা পরামর্শ দেওয়া হয়েছে।