শেরপুর জেলা ও দায়রা জজ এবং চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর কর্মচারীগণ ২৫ আগস্ট রোববার এক বার্ষিক আলোচনা সভার আয়োজন করে।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মলয় চক্রবর্তী, কম্পিউটার অপারেটর, সিজেএম কোর্ট। সভায় প্রধান অতিথি ছিলেন মোঃ আব্দুল হেলিম, প্রশাসনিক কর্মকর্তা, সিজেএম কর্ট। সঞ্চালনা করেন মোঃ বেলায়েত হোসেন।
আব্দুল হেলিম কর্মচারীদের উদ্দেশ্যে বিভিন্ন দাবি নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। কর্মচারীদের পক্ষ থেকে রাজন দা জজ কোর্ট, আরিফ সরকার, সাইফুল ইসলাম, ইব্রাহিম খলিল, সাময়িতা তাসমিন প্রমুখ বক্তব্য পেশ করেন। উক্ত আলোচনা সভার শেষে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন শেরপুর জেলা শাখার কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত করা হয় মোঃ আব্দুর রউফ, নাজির ও ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা, জেলা জজ আদালত, শেরপুর এবং সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় মোঃ বেলায়েত হোসাইন, ডেসপাস সহকারী, সিজেএম কোর্ট, শেরপুর। তারপর বিভিন্ন কর্মচারীদের নিয়ে চল্লিশ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।