মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার জেলা প্রতিনিধি ও শ্রীনগর উপজেলা প্রেস ক্লাবের প্রচার সম্পাদক তারিকুল ইসলামের উপর হামলার ঘটনা ঘটেছে। ৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা ট্রান্সমিটার সংলগ্ন চায়না দোয়াইরে এই হামলার ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তারিকুল ইসলামের বিরুদ্ধে ফেসবুকে বিভিন্ন ধরনের অপপ্রচার চালায় মোঃ হাফিজুর রহমান ওরফে জুয়েল মৃধা। তারিকুল ইসলাম বিষয়টি মোঃ হাফিজুর রহমানকে জানালে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং নানা প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করেন।
এরপর বিকেল পৌনে ৫টার দিকে চার-পাঁচজন সন্ত্রাসীসহ মোঃ হাফিজুর রহমান ওরফে জুয়েল মৃধা তারিকুল ইসলামকে তার নিজস্ব প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে মান্দ্রা ট্রান্সমিটার চায়না দোয়াইর এর ভিতরে নিয়ে যায়। সেখানে তাকে এলোপাতাড়ি কিল, ঘুষি, চড় মেরে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
এসময় তারিকুল ইসলামের চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ ব্যাপারে তারিকুল ইসলাম ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে বাদী হয়ে শ্রীনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এতে বিবাদীরা হলেন- (১) মোঃ হাফিজুর রহমান ওরফে জুয়েল মৃধা (৪০), পিতা- বদরুল ইসলাম মৃধা, (২) কাম মোড়ল (৩৮), পিতা- মৃত হাতেম মোড়ল, (৩) আনোয়ার শেখ (৩৮), পিতা- মৃত মোসলেম শেখ, সর্বসাং মান্দ্রা, ডাকঘর- ভাগ্যকুল, থানা- শ্রীনগর, জেলা- মুন্সিগঞ্জ, (৪) মোহাম্মদ আলী (৪০), পিতা- অজ্ঞাত। সাং- দামলা, শ্রীনগর, মুন্সিগঞ্জ।