ডুমুরিয়া সদরে এক ভাইয়ের জায়গায় অপর ভাইয়ের জোর করে ঘর নির্মান করার অভিযোগ উঠেছে। মানা হয়নি আদালত ও প্রশাসনের কোন নিষেধ। আবার বিচার চেয়ে শালিশী বৈঠক ডাকায় ওই ভাই সন্ত্রাসী দিয়ে আর এক আপন ভাইকে পিটিয়ে জখম করেছে। সন্ত্রাসী হামলায় গুরুতর আহত মওলা মোল্লা নামে ওই ভাইকে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে ডুমুরিয়া সদরের আরাজি ডুমুরিয়া গ্রামে।
হাসপাতাল সুত্রে, সরেজমিন যেয়ে এবং একাধিক দায়িত্বশীল সুত্রে জানা যায়, আদালতের আদেশ অমান্য করে আরাজি ডুমুরিয়া গ্রামের মরহুম নাসের মোল্লার ছেলে ইসমাইল মোল্লা জোর করে তার আপন ভাই শহিদ মোল্লার জায়গায় বহিরাগতদের সহযোগিতায় গেল ১৫ দিন আগে একটি টিনের ঘর নির্মান করে। ঘর নির্মানের সময় ইসমাইল মোল্লা ডুমুরিয়া ানায় অভিযোগ করলে পুলিশ যেয়ে ওই ঘর নির্মান বন্ধ করে দেয়। তবে ইসমাইল মোল্লা পুলিশের নিষেধ অমান্য করে পরে আবারও ওই ঘর নির্মান করতে াকে। নিরুপায় হয়ে শহিদ মোল্লা স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের শরানাপন্ন হয়। দু’দফা শালিশী বৈঠক ডাকলেও ইসমাইল মোল্লা হাজির হয়নি। অবশেষে গত রবিবার ডুমুরিয়া বাজারে শ্রাবন্তী মার্কেটে আবারও দু’ ভাইকে নিয়ে শালিশী বৈঠক বসে। তবে ইসমাইল মোল্লা গন্যমান্য ব্যক্তিদের দেয়া রায় আগে অমান্য করায় আবারও শালিশী বৈঠকের তারিখ পরিবর্তন করা হয়। এ সময়ে দু’ভাইয়ের সাথে আসা অনুসারীদের মধ্যে বাক বিতন্ডা হয়।এ সময়ে শহিদ মোল্লার আর এক ভাই মওলা মোল্লা তার পক্ষে অবস্থায় নেয়। এর জের হিসেবে সোমবার বিকেলে ইসমাইল মোল্লার পক্ষে বহিরাগত কিছু সন্ত্রাসী দেশিয় অস্ত্র নিয়ে মওলা মোল্লার ওপর হামলা করে। ভ’ক্তভোগি শহিদ মোল্লা বলেন, এলাকার চিহিৃত সন্ত্রাসী জোড়া পুলিশ হত্যা মামলার আসামীসহ বেশ কয়েকটি মামলার আসামী ওই হামলায় অংশ নেয়। বর্তমানে মওলা মোল্লা ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে ডুমুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।