শেরপুরের ঝিনাইগাতীর মহারশি নদীর বালু মহালের রাজস্ব আদায় ঘরের দুই লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকালে এঘটনা ঘটে।
জানা গেছে, চলতি বছর প্রায় দেড় কোটি টাকায় মহারশি নদীর বালু মহালটি ইজারাদা দেয়া হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে টেন্ডারের মাধ্যমে বালু মহালটি ইজারাদা পান শেরপুরের আসাদুজ্জামান স্বপন।
বাংলা সালের ১ বৈশাখ থেকে বালু উত্তোলন শুরু হয়। উত্তোলন ও বিকৃত বালুর রাজস্ব আদায়ের জন্য হলদি গ্রামে একটি ঘরভাড়া নেয়া হয়েছে।
এ ঘরে বসেই ইজারাদারের লোকজন বালু বিক্রির রাজস্ব আদায় করে থাকেন। আশরাফুল ও বাবু নামে ২ জন রাজস্ব আদায় ঘরে কর্মরত রয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানায়, মঙ্গলবার বিকাল ৪ টার দিকে ওই গ্রামের আনোয়ার হোসেন,আফছার আলী, শের আলী, মোহাম্মদ আলী, ইউসুফ আলী, তারিকুল ইসলাম, খবির উদ্দিন, নুরুজ্জামানও আছাদ আলীর নেতৃত্বে ৩০/৩৫ জন দুর্বৃত্ত বালু মহালের রাজস্ব আদায় ঘরে হামলা চালায় ও কেয়ারটেকার আশরাফুল ও বাবুকে মারধর করে।
এ সময় ওই দুর্বৃত্তরা রাজস্ব দায় ঘরের ১ লাখ ৮২ হাজার টাকা ও রাজস্ব আদায়ের ২টি বই ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনার পরপরই বালু মহলের সাথে জড়িত শতাধিক বালু শ্রমিকের মধ্যে উত্তেজনা দেখা দেয়। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত বালু শ্রমিকরা উল্লেখিত দুর্বৃত্তদের খোঁজাখুঁজি করতে থাকে।
যেকোনো মুহূর্তে এ ঘটনা কে কেন্দ্র করে এলাকায় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।