মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
শেরপুরে সার্বিক বন্যা পরিস্থিতি উজানে উন্নতি ও ভাটি এলাকায় অবনতি, দুর্ভোগে হাজারো মানুষ প্রবীণ দিবস ও আমাদের কর্তব্য শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর অস্ত্রসহ হামলাকারী আসামি মোশারফ হোসেন গ্রেফতার শিক্ষার্থীকে ফ্যানে ঝুলিয়ে পেটানোর হুমকি ইবি শিক্ষকের নালিতাবাড়ীর বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করলো ঢাকাস্থ শেরপুর জেলা সমিতি ভালুকায় অটোরিক্সায় চার্জ দিতে গিয়ে চালকের মৃত্যু ভালুকায় শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, পুড়ল ৪ দোকান নোয়াখালীতে টিকটক বানাতে গিয়ে কিশোরকে হাত-পা বেঁধে হত্যা নকলা জামায়াত ইসলামীর পক্ষ থেকে খাবার বিতরণ শেরপুর গণপূর্ত বিভাগে ‘বিশ্ব বসতি দিবস-২০২৪’ উদযাপন

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক / ১৮ বার
আপডেট সময় :: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ৩:০৬ অপরাহ্ন

শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে মিন্টু রোডস্থ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ আয়োজিত আগামীর এফবিসিসিআই শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্যা ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব পদে সরাসরি নির্বাচনসহ কোটা বা মনোনীত প্রথা বাতিলের দাবি জানিয়েছেন সম্মিলিত ব্যবসায়ী পরিষদ।

সভায় সম্মিলিত ব্যবসায়ী পরিষদের যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন রাজেশ, এফবিসিসিআই সাবেক পরিচালক হাফেজ হাজী মোহাম্মদ এনায়েতুল্লাহ, হাজী মোহাম্মদ আবুল হোসেন, আমির হোসেন, মোহাম্মদ জালাল উদ্দিন, মাহবুবুল আলম রুনু, মেহেদী আলী, আনোয়ার হোসেন, টোয়াব সভাপতি রাফিউজ্জামান, বাংলাদেশ ইলেকট্রিক অ্যাসোসিয়েশন সভাপতি শাহাদাত হোসেন ভুঁইয়া, বিজিএমইএর সাবেক সভাপতি এস এম ফজলুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্মিলিত ব্যবসায়ী পরিষদের যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন রাজেশ বলেন, আজকের এই আয়োজনের মূল বিষয়বস্তু আগামীর এবিসিসিআইয়ের। আপনারা সবাই জানেন বর্তমানে ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব যাচ্ছে। ব্যাংক থেকে আমাদের ঋণ নিতে অনেক ভোগান্তিতে পড়তে হয়। পরিবারের সদস্যদের ফিঙ্গার দিতে হয়। অথচ বড় ব্যবসায়ীদের ক্ষেত্রে আগে এইসব মানা হয় নাই। সহজ শর্তে তাদের ঋণ দিত। আমাদের এনবিআর, কাস্টমস থেকে হয়রানির স্বীকার হতে হয়। ভ্যাট, ট্যাক্স, কাস্টমস, এসএসকোডের নামে হয়রানি থেকে মুক্তি পেতে চাই। সাধারণ ব্যবসায়ীদের কথা বলবেন না এরকম ব্যবসায়ী সংগঠন আমরা চাই না।

তিনি বলেন, আমরা শক্তিশালী ও জবাবদিহিতামূলক এফবিসিসিআই চাই। গত নির্বাচনে প্যানেল দিয়ে আমরা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছি। আমরা যৌক্তিক সংস্কার চাই। ৪ কোটি ব্যবসায়ীর সঙ্গে আমরা এফবিসিসিয়ের সংস্কার চাই। আমরা যৌক্তিক সংস্কার চাই। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়৷

এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক আনোয়ার হোসেন বলেন, আমাদের ওপর গত ১৬ বছর যে চাপ ছিল, সেজন্য আমাদের হাড় কালো হয়ে গেছে। দেশের অর্থনীতিতে এক শতাংশ অবদান রাখে এফবিসিসিআই। নিজেদের স্বার্থের জন্য নির্বাচিত করেছেন। যোগ্য ব্যবসায়ীদের প্রতিনিধিদের এখানে আসা উচিত। আমরা আবার জেগে উঠবো। কোনো না কোনোভাবে আমরা এগিয়ে যাবো৷ দুর্নীতিবাজ রাজনীতি ও দুষ্ঠু আমলাদের কারণে আমরা পিছিয়ে গেছি। সরাসরি ভোটে নেতৃত্ব নির্বাচিত হওয়ার সুযোগ দিতে হবে।

সাবেক পরিচালক মেহেদী আলী বলেন, আমরা এক দরবেশের গুহা থেকে বের হয়েছি আরেক দরবেশের গুহায় ঢুকতে চাই না। বিদেশ ভ্রমণের নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে। আমরা ব্যবসায়ীরা সর্বোচ্চ ট্যাক্স পেয়ার হওয়ার পরও আমাদের কোনো সামাজিক নিরাপত্তা নেই। আমরা সরকারকে ৫ শতাংশ ট্যাক্স দেই। অথচ একটি প্রাইমারি স্কুলের শিক্ষক পেনশন পাচ্ছে। আমাদের কি আছে। আমরা আরও ৩ শতাংশ বেশি ট্যাক্স দিতে চাই। যাতে আমাদের টাকা থেকেই আমাদের পেনশন দেবে। আগামী নেতৃত্বে যারা আসবে তারা যেন এই বিষয়টা চূড়ান্ত করেন। একই সঙ্গে আগামীতে আমরা সুন্দর একটা এফবিসিসিআই দেখতে চাই।

মতবিনিময় সভায় ব্যবসায়ীরা বলেন, এফবিসিসিআই সব সংগঠনের প্রাণ কেন্দ্র হবে। কোনো উৎসবের কেন্দ্র বিন্দুতে পরিণত হবে না। আমরা সংস্কার চাই, প্রথমে সংস্কার করতে হবে পরে নির্বাচন দিতে হবে। নমিনেটেড প্রথা বাতিল করতে হবে, দুইবার নির্বাচিত হওয়ার পর এক বছর বিরতি দিতে হবে। এসএমই খাতকে সম্পৃক্ত করতে হবে।

তারা আরও বলেন, দুই বছর পর কেউ নির্বাচন করতে পারবে না। নতুন নেতৃত্ব আসবে। তাহলে এফবিসিসিআইয়ে গণতন্ত্রের চর্চা হবে। জিবি মেম্বারদের ভোটে এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হবে। এফবিসিসিআইয়ে জিবি মেম্বারদের মূল্যায়ন করা হয় না। তাদের মূল্যায়ন করতে হবে। কারণ এফবিসিসিআই হবে জিবি মেম্বারদের আশ্রয়ের জায়গা। নতুন ভবনে অ্যাসোসিয়েশনের অফিস হবে।

আরও বক্তব্য রাখেন, বিজিএমইএর সাবেক সভাপতি এস এম ফজলুল হক, ব্যবসায়ী কবির আহমেদ, টোয়াবের সভাপতি রাফিউজ্জামান, ইলেকট্রিক অ্যাসোসিয়েশন সভাপতি শাহদাৎ হোসেন ভুঁইয়াসহ প্রমুখ।

মতবিনিময় সভায় সংস্কার প্রস্তাবগুলো হলো: সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি সহ সব পদে সরাসরি নির্বাচন। নমিনেটেড ও সেক্টর ভিত্তিক নির্বাচনী প্রথা বাতিল করতে হবে। ৮০ এর পরিবর্তে সভাপতি ১ সিনিয়র সহ-সভাপতি ১, সহ-সভাপতি এসো ৩, সহ-সভাপতি চেম্বার ৩ পরিচালক এসো, ১৮, পরিচালক চেম্বার ১৮ মোট ৪০ জন। পরপর দুইবারের বেশি পরিচালক নির্বাচিত হতে পারবেন না

এছাড়া নির্বাচিত পরিচালকের ব্যক্তিগত মত আদর্শ যাই থাক এফবিসিসিআিইতে চেয়েছে তার কোনো প্রভাব পড়বে না। প্রেসিডেন্ট মহোদয়ের একক সিদ্ধান্তের পরিবর্তে ২/৩ অংশ সদস্যদের সমর্থনের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!