সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম ::
অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন শাহ মো. আবু রায়হান আলবেরুনী রৌমারীতে ১০ কেজি গাঁজাসহ সোহেল রানাকে আটক করেছে পুলিশ কামারখন্দে জাহানারা মনছের একাডেমি স্কুলে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষার্থীদের মাদক থেকে বাঁচাতে শিক্ষা প্রতিষ্ঠানকে ক্রীড়ার প্রতি গুরুত্ব দিতে হবে-বরকত উল্ল্যা বুলু সাতক্ষীরায় গ্রাম আদালত বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত বেলকুচিতে ফ্রি মেডিকেল ক্যাম্পে ব্লাড গ্রুপ টেস্ট, ডায়াবেটিস পরিক্ষা ও ব্লাড ডোনেশন কার্যক্রম অনুষ্ঠিত দীর্ঘদিন পর হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের যাতায়াত রাস্তা সংকটের সমাধান হতে যাচ্ছে ডুমুরিয়ায় টিসিবির স্মার্ট কার্ড পায়নি বিশ হাজার সুবিধাভোগী পরিবার আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে আমরা বৈষম্যহীন একটি রাষ্ট্র গড়তে চাই- মাওলানা এটিএম মাসুম বেস্টওয়ে ইংলিশ অ্যান্ড বিজনেস ইনকিউবেশন’র পিঠা উৎসব

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির প্রতিনিধি দলের বৈঠক

শওকত আলী হাজারী / ৫৫ বার
আপডেট সময় :: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪, ১০:৫৪ অপরাহ্ন

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সঙ্গে বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি এর একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন।

বিজিএমইএ নেতৃবৃন্দ সোমবার ১৯ আগস্ট ২০২৪ খ্রি: ঢাকায় জাতীয় রাজস্ব বোর্ড কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে কাস্টমস বন্ড-সংক্রান্ত পরিষেবাগুলো আরো দ্রুত ও সহজতর করতে এনবিআর চেয়ারম্যানের প্রতি আহ্বান জানান । বিশেষ করে আমদানীকৃত কাঁচামাল, যন্ত্রপাতি ও সরঞ্জামাদি দ্রুত খালাসসহ ব্যবসায়িক প্রক্রিয়াগুলো সহজীকরণের দাবি জানান ব্যবসায়ীরা।

বিজিএমইএর প্রতিনিধিরা বলেন, পোশাক শিল্পের আমদানি-রফতানি কার্যক্রমে কাস্টমস-সংক্রান্ত প্রক্রিয়াগুলোর যথেষ্ট প্রভাব রয়েছে। এ-সংক্রান্ত চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে গিয়ে শিল্পের উৎপাদন খরচ বেড়ে যায়, ব্যবসায়িক প্রক্রিয়াগুলোয়ও অপ্রয়োজনীয় বিলম্ব সৃষ্টি হয়।

তারা আরো বলেন, বৈশ্বিক অর্থনীতিতে মন্দা বিরাজ করছে এবং বিশ্বব্যাপী পোশাক পণ্যের চাহিদা ও ব্যয় কমা সত্ত্বেও পণ্যের দরপতন হচ্ছে, বিপরীতে শিল্পের উৎপাদন ব্যয় বাড়ছে। এমন প্রেক্ষাপটে শিল্পের প্রতিযোগী সক্ষমতা ধরে রাখতে কাস্টমস প্রক্রিয়াগুলোকে সহজীকরণ, দ্রুততর ও হয়রানিমুক্ত করা অপরিহার্য। এ ব্যাপারে এনবিআর চেয়ারম্যানকে অনতিবিলম্বে পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়। পাশাপাশি কাস্টমস-সংক্রান্ত পরিষেবাগুলো আরো দ্রুত ও সহজতর করার জন্য কাস্টমস হাউজ ও বন্ড কমিশনারেটদের নিয়ে একটি টাস্কফোর্স গঠনেরও প্রস্তাব দেন বিজিএমইএ প্রতিনিধিরা।

এ সময় বিজিএমইএ প্রতিনিধি দলকে আশ্বস্ত করে এনবিআর চেয়ারম্যান বলেন, একটি অনুকূল ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার জন্য কাস্টমস-সংক্রান্ত পরিষেবাগুলো আরো দ্রুত ও সহজতর করার জন্য এরই মধ্যে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এর প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন সহসভাপতি আরশাদ জামাল (দীপু) ও আব্দুল্লাহ হিল রাকিব, পরিচালক আসিফ আশরাফ, মো. ইমরানুর রহমান, মোহাম্মদ সোহেল সাদাত, আশিকুর রহমান (তুহিন), মো. মহিউদ্দিন রুবেল, রাজীব চৌধুরী ও মো. নুরুল ইসলাম। এছাড়া প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!