শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
টেকসই উন্নয়ন অর্জনে দেশের ব্র্যান্ডগুলোকে অনুপ্রাণিত করার লক্ষ্যে অনুষ্ঠিত হলো সাসটেইনাবিলিটি সামিট ২০২৪ ঘুস, দুর্নীতি বন্ধের মাধ্যমে কারাগারের বেশিরভাগ সমস্যার সমাধান সম্ভব : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বিদেশি নাগরিকদের জন্য শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা শেরপুরে ক্রয়কৃত জমিতে ধান রোপণে বাঁধা, হামলায় আহত ২ তাহলে কমলাই পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট! এবার সরকারের কাছে ৬৩ কোটি ডলার সুদ চাইল রাশিয়া নোয়াখালীতে লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে সাবস্টেশনে ছাত্রদের হামলা সরকারি বরাদ্দ আত্মসাৎ, ২৭৯ সিমকার্ড ও ৭৬ মোবাইলসহ ইউপি চেয়ারম্যান আটক টেলিটকের সেবার মান উন্নত করার নির্দেশ উপদেষ্টা নাহিদ ইসলামের গ্রাম বাংলার রূপ পরিবর্তনের প্রধান কারিগর এলজিইডি : স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির প্রতিনিধি দলের বৈঠক

শওকত আলী হাজারী / ২২ বার
আপডেট সময় :: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪, ১০:৫৪ অপরাহ্ন

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সঙ্গে বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি এর একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন।

বিজিএমইএ নেতৃবৃন্দ সোমবার ১৯ আগস্ট ২০২৪ খ্রি: ঢাকায় জাতীয় রাজস্ব বোর্ড কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে কাস্টমস বন্ড-সংক্রান্ত পরিষেবাগুলো আরো দ্রুত ও সহজতর করতে এনবিআর চেয়ারম্যানের প্রতি আহ্বান জানান । বিশেষ করে আমদানীকৃত কাঁচামাল, যন্ত্রপাতি ও সরঞ্জামাদি দ্রুত খালাসসহ ব্যবসায়িক প্রক্রিয়াগুলো সহজীকরণের দাবি জানান ব্যবসায়ীরা।

বিজিএমইএর প্রতিনিধিরা বলেন, পোশাক শিল্পের আমদানি-রফতানি কার্যক্রমে কাস্টমস-সংক্রান্ত প্রক্রিয়াগুলোর যথেষ্ট প্রভাব রয়েছে। এ-সংক্রান্ত চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে গিয়ে শিল্পের উৎপাদন খরচ বেড়ে যায়, ব্যবসায়িক প্রক্রিয়াগুলোয়ও অপ্রয়োজনীয় বিলম্ব সৃষ্টি হয়।

তারা আরো বলেন, বৈশ্বিক অর্থনীতিতে মন্দা বিরাজ করছে এবং বিশ্বব্যাপী পোশাক পণ্যের চাহিদা ও ব্যয় কমা সত্ত্বেও পণ্যের দরপতন হচ্ছে, বিপরীতে শিল্পের উৎপাদন ব্যয় বাড়ছে। এমন প্রেক্ষাপটে শিল্পের প্রতিযোগী সক্ষমতা ধরে রাখতে কাস্টমস প্রক্রিয়াগুলোকে সহজীকরণ, দ্রুততর ও হয়রানিমুক্ত করা অপরিহার্য। এ ব্যাপারে এনবিআর চেয়ারম্যানকে অনতিবিলম্বে পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়। পাশাপাশি কাস্টমস-সংক্রান্ত পরিষেবাগুলো আরো দ্রুত ও সহজতর করার জন্য কাস্টমস হাউজ ও বন্ড কমিশনারেটদের নিয়ে একটি টাস্কফোর্স গঠনেরও প্রস্তাব দেন বিজিএমইএ প্রতিনিধিরা।

এ সময় বিজিএমইএ প্রতিনিধি দলকে আশ্বস্ত করে এনবিআর চেয়ারম্যান বলেন, একটি অনুকূল ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার জন্য কাস্টমস-সংক্রান্ত পরিষেবাগুলো আরো দ্রুত ও সহজতর করার জন্য এরই মধ্যে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এর প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন সহসভাপতি আরশাদ জামাল (দীপু) ও আব্দুল্লাহ হিল রাকিব, পরিচালক আসিফ আশরাফ, মো. ইমরানুর রহমান, মোহাম্মদ সোহেল সাদাত, আশিকুর রহমান (তুহিন), মো. মহিউদ্দিন রুবেল, রাজীব চৌধুরী ও মো. নুরুল ইসলাম। এছাড়া প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!