সিরাজগঞ্জে বেলকুচি উপজেলায় বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর, শুক্রবার বিকালে ধুকুরিয়াবেড়া ইউনিয়নে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব মোঃ সানোয়ার হুসাইনের সভাপতিত্বে ও ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সদস্য সচিব হাবিব হাসনাতের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব অধ্যক্ষ মোহাম্মদ আলী আলম এবং বিশেষ অতিথি ছিলেন জননেতা আরিফুল ইসলাম সোহেল। কুরআন তেলাওয়াত করেন মো আব্দুল জলিল মুসুল্লি।
আলোচনা সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মোহাম্মদ জাহিদুল ইসলাম, মাওলানা আবুল বাশার, মোঃ শামসুল ইসলাম, মাওলানা মাহমুদ রশিদ শামীম, মাওলানা আমিরুল ইসলাম, মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ নুর নবী সরকার, মাওলানা মোঃ মোশারফ হোসেন, মোঃ ইনছাব আলী সহ বাংলাদেশ জামায়াত ইসলামী ধুকুরিয়াবেড়া ইউনিয়নের নেতাকর্মী উপস্থিত ছিলেন।