ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ইবি শাখা আত্মপ্রকাশ করেছে। এতে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাবিবুর রহমানকে মেন্টর করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয় সূত্রে এ তথ্য জানা যায়। নবগঠিত এ কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শফিকুল ইসলাম। সহ-আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন একই বিভাগ ও শিক্ষাবর্ষের ফাহিম হাসান এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাইমা তাসনিম।
এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন, হাবিবুর রহমান, নাজমুস সাকিব, তন্ময় রহমান, আরেফিন নিবির, রাফি আয়ান, এম এইচ উৎস, সাজ্জাদ সৈকত, ফজলে রাব্বি, আবু সালেহ, মাহফুজুর রহমান, ইব্রাহিম কবির, ফাহাদ হাসান, তাহসিন আহাম্মদ, নিশাত সুবাহ, শোরাবি জান্নাতি, জাকারিয়া হোসেন, নাহিদ হাসান ও রিফাত হাসান।
ফোরামের মেন্টর সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাবিবুর রহমান বলেন, বেসিস আন্তর্জাতিক মানের বিভিন্ন ইভেন্ট ও ট্রেনিং এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোর তরুণ শিক্ষার্থীদেরকে দক্ষ আইটি প্রফেশনাল হিসাবে গড়ে তুলতে সাহায্য করে। এটি ইবিতে যাত্রা শুরুর মাধ্যমে শিক্ষার্থীরা যারা আইটি তে ক্যারিয়ার গড়তে চায় তাদের দক্ষতা বৃদ্ধির এক দারুন সুযোগ তৈরী হলো। পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীরা এই প্লাটফর্মের মাধ্যমে বিভিন্ন দক্ষতা বৃদ্ধির সুযোগ পাবে। এরমাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক প্রতিযোগীতায় অংশগ্রহন করতে পারবে।