রাজধানীর মিরপুর-১০ এ বিসিএস কনফার্ম এর শাখা উদ্বোধন করার সময় এ মন্তব্য করেন দৈনিক আমাদের দিন পত্রিকার প্রধান সম্পাদক ও পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেডের ভাইস চেয়ারম্যান এবং বিসিএস কনফার্ম এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট মনিরুজ্জামান (শাশ্বত মনির)। ৯ নভেম্বর, শনিবার বিকালে মিরপুর-১০ এর আখন্দ টাওয়ারে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই শাখা উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিসিএস শিক্ষা ক্যাডার ও গণিত শিক্ষক খন্দকার আবুল বাশার, বাংলাদেশ বিষয়াবলী শিক্ষক মোঃ আব্দুল হাই, ইংরেজি শিক্ষক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব বিশ্বজিৎ দেবনাথ।
অনুষ্ঠান পরিচালনা করেন বিসিএস কনফার্মের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইকবাল হোসেন।
এসময় ক্যারিয়ার বিষয়ক এক সেমিনারেরও আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ হাবিবুর রহমান বলেন, সিভিল সার্ভিসই সফলতার শেষ না। যা অর্জন করেছেন তা ন্যায়সঙ্গতভাবে ধরে রাখতে পারা আসল সফলতা। আপনাকে ব্রিলিয়ান্ট হতে হবে তা কিন্তু না। বরং আপনাকে লিডার হতে হবে। সিদ্ধান্ত গ্রহণে দক্ষতা অর্জন করতে হবে।
তিনি আরো বলেন, দায়িত্ব পালনের সময় সততা ধরে রাখবেন। মনে রাখবেন যেটা লিগ্যাল আপনি সেটাই করবেন। তবে চাকরী জীবনে নিজের মূল আইডিওলজি কখনো কারো সাথে শেয়ার করবেন না। ব্যক্তিগত মতামত কখনো প্রকাশ করবেন না। দায়িত্ব পালনে নিরপেক্ষ থেকে নিষ্ঠার সাথে কাজ করবেন।
শাশ্বত মনির বলেন, ২০১৫ সালের ৫ সেপ্টেম্বর বিসিএস কনফার্ম যাত্রা শুরু করে। আমাদের এই যাত্রাকালে অসংখ্য মানুষের সহযোগিতা পেয়েছি এবং হাজার হাজার শিক্ষার্থীকে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পেরেছি। বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দিয়ে লাখো বেকারের মুখে হাসি ফুটাতে বিসিএস কনফার্ম বদ্ধপরিকর।
তিনি আরো বলেন, দেশব্যাপী বিসিএস কনফার্ম এর অনেকগুলো শাখা স্থাপন করে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। এরই ধারাবাহিকতায় আজ মিরপুর-১০ এ বিসিএস কনফার্মের শাখা উদ্বোধন করা হলো। এখানে আপনারা শিক্ষার্থী হয়ে আসুন এবং বিসিএস ক্যাডার হয়ে দেশ সেবায় নিজেকে নিয়োজিত করুন।
মোঃ ইকবাল হোসেন বলেন, কোটামুক্ত বাংলাদেশে মেধা ও পরিশ্রমই সৌভাগ্যের সোপান। আপনার মেধাকে শাণিত করে সঠিক পরিকল্পনার মাধ্যমে প্রথম বিসিএস পরীক্ষাতেই সফলতা লাভ করতে এবং অভিজ্ঞ বিসিএস ক্যাডারগণের গাইডলাইন পেতে বিসিএস কনফার্মে আসুন।
সেমিনারে আরো উপস্থিত ছিলেন বিসিএস কনফার্ম এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাজিউর রহমান রাজীব, বিসিএস কনফার্ম সদরঘাট শাখার পরিচালক এম রহমান রনি প্রমুখ।