বেক্কল জামাই পাকনা বউ নাটকের মাধ্যমে নতুন করে দর্শকের সামনে আসছেন সাগর রেইন ও বেলি। দেখা যাবে Sagor Rain Entertainment ইউটিব চ্যানেলে।
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন- হৃদয় জাহান। একের পর এক ভালো নাটক দর্শকের মাঝে উপহার দিচ্ছেন পরিচালক,হৃদয় জাহান। ভালো গল্পের নাটক যত বেশি হবে তত বেশি নাটকের প্রতি দর্শকের আগ্রহ বাড়বে নির্মাতা হৃদয় জাহান বলেন।
কেন্দ্রীয় চরিত্রে সাগর রেইন নিজেকে প্রমাণ করেই চলছে,একের পর এক ভালো গল্পের নাটকে অভিনয় করছেন। সাগর রেইন বলেন মৌলিক,ফোক গল্প,ভালো গল্প সবসময় একজন শিল্পিকে বাঁচিয়ে রাখেন। এসময়ে জনপ্রিয় হয়ে উঠেছে বেলি,পিচ্ছি বউ নামক নাটকে কাজ করে বেলিকে দর্শক পিচ্ছি বউ বলে ডাকে। বেলি ভালো অভিনয় শিল্পী। সাগর রেইন বলেন ভালো গল্পের নাটক অবশ্যই দেখবেন। আমাদের নাটকটি দেখার আমন্ত্রণ রইলো।