বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাবেক সরকার শেখ হাসিনা ৫ আগস্ট পালিয়ে দেশ ত্যাগ করার পর থেকেই সারাদেশে ভয়ভীতি আতঙ্ক বিরাজ করছিল। এমনকি সাধারণ জনগণ ও পুলিশ প্রশাসনের মাঝেও, বিশেষ করে সিরাজগঞ্জ জেলা এনায়েতপুর থানায় অসংখ্য পুলিশের নির্মম মৃত্যুতে পুলিশ প্রশাসন এর কার্যক্রম অনেকটা নরমাল হয়ে পড়ে।
বেলকুচি থানা এনায়েতেপুর থানার পার্শ্ববর্তী এলাকা হওয়ায় এখানেও প্রশাসনের মাঝে আতংক ও ডিউটির অবনতি দেখা যায়। পরে ২২ আগস্ট বেলকুচি থানায় ওসি হিসেবে যোগদান করেন মোঃ জাকেরিয়া হোসেন, তারপর থেকেই বেলকুচির আইন শৃঙ্খলায় উন্নতি লক্ষ্য করা যায়। তার দক্ষতা ও সুশাসনে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বৃহত্তম ধর্ম উৎসব শারদীয় দুর্গা পূজায় আইন শৃঙ্খলা নিরাপত্তা শতভাগ নিরাপদ থাকায় কোন পুজা মন্ডপে কোন প্রকার বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
রাজনৈতিকভাবে কোন দলের মধ্যে বড় ধরনের বিশৃঙ্খলা বা সংঘর্ষের ঘটনাও ঘটেনি, তার নিজ দক্ষতায় আইন শৃঙ্খলা ও দলীয় পরিবেশ এখন শান্ত সুষ্ঠু মনোরম। বেলকুচিতে বর্তমানে নেই কোন গন্ডগোল সরকার বিরোধী মিছিল মিটিং রাস্তা অবরোধ অন্যায় অত্যাচার লুটতারাজ চাঁদাবাজি ডাকাতি গুমখুন জালাও পোড়ায় এধরনের কোন ঘটনাও ঘটেনি। তার নির্দেশনায় যাবতীয় অপ্রীতিকর ঘটনা দমন করতে প্রশাসন সজাগ ও সতর্কাবস্থানে, এক কথায় বলা যায় বেলকুচি থানার ওসি জাকেরিয়া হোসেন ইতিমধ্যে তার কর্মঠ পরিশ্রম ও স্বদ্যব্যবহারে বেলকুচির জনগণের প্রতি বিশ্বাসতার আস্থা তৈরি করে নিয়েছে।
বেলকুচি থানার ওসি জাকেরিয়া হোসেন এর সাথে আলাপচারিতায় বেলকুচির আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে সাংবাদিক এর এক প্রশ্নের জওয়াবে তিনি বলেন, আপনারা অবশ্যই জানেন ৫ আগস্টের পর দেশ হঠাৎ থমকে যায়, ছাত্র আন্দোলনে ছাত্র ছাত্রী ও সাধারণ জনগনের প্রাণহানির পাশাপাশি অনেক প্রশাসনেরও পাণহানি হয় এতে প্রশাসনের মাঝে আতংক ও সংকট হয়ে দাড়ায়, আমি যখন এই বেলকুচি থানায় ওসি হিসেবে যোগদান করি তখন সারা দেশের ন্যায় এখানেও আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই অবনতি ছিল, এনায়েতপুর থানার নির্মম ঘটনায় পুলিশ প্রশাসনের মাঝে একটা ভয়ভীতি কাজ করতো, অনেকেই থানার বাহিরে যেতে সংকোচ করতো, এমতাবস্থায় তাদের সবাইকে নিয়ে মিটিং ডেকে সবাইকে সৎ সাহস দিয়ে ভয়ের আবেগ বাদ দিয়ে ন্যায়ের বিবেক নিয়ে কাজ করার আহবান জানাই, তখন থেকেই আমার নেতৃত্বে থানার সকল প্রশাসন জনগণের মাঝে মানবসেবায় নিয়োজিত। এখন আর সেই ভয়ভীতি নেই সারা দেশের ন্যায় বেলকুচিতেও আর কোন সমস্যা নেই, তবে আপনারা আমাকে সার্বিক সহযোগিতা করলে বেলকুচিতে কোন প্রকার চাঁদাবাজি অন্যায় অত্যাচার গুমখুন লুটতরাজ মাদক নির্মূল বাল্য বিবাহ বন্ধ সহ সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে সতর্কাবস্থানে থাকবে বেলকুচি পুলিশ প্রশাসন।