গত দু’মাস ধরে চলমান অস্থিরতা পোশাকখাতকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। ক্ষতি কাটিয়ে রপ্তানি সচল রাখতে এবং আন্তর্জাতিক বানিজ্য প্রতিযোগিতায় টিকে থাকতে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা চেয়েছে।
মঙ্গলবার ২৭ আগস্ট ২০২৪ খ্রিঃ সংগঠনটির সভাপতি খন্দকার রফিকুল ইসলামের নেতৃত্বে বিজিএমইএ এর একটি প্রতিনিধিদল বাংলাদেশ ব্যাংকের গভর্ণর, ড. আহসান এইচ মনসুরের সঙ্গে বাংলাদেশ ব্যাংক ভবনে সাক্ষাৎ কালে এ সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ জানান।
বিজিএমইএ প্রতিনিধিদলে অন্যান্যদের মধ্যে ছিলেন সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ হিল রাকিব, সহ-সভাপতি রকিবুল আলম চৌধুরী, পরিচালক মোহাম্মদ সোহেল সাদাত, পরিচালক মেসবাহ উদ্দিন খান, পরিচালক মোঃ রেজাউল আলম (মিরু)।
পোশাক ব্যবসায়ীদের দলটি গভর্ণর মহোদয়কে অবহিত করেন, সম্প্রতি ৬টি ব্যাংকের এলসি কার্যক্রম বন্ধ করে দেয়ার ফলশ্রুতিতে এসব ব্যাংকের সঙ্গে যুক্ত পোশাক ব্যবসায়ীদের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে গেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় ৬টি ব্যাংকের এলসি কার্যক্রম পুনরায় সচল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য প্রতিনিধিদলটি বাংলাদেশ ব্যাংকের গভর্ণর মহোদয়কে অনুরোধ জানান।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) নেতারা এই সংকটময় সময়ে শিল্পের বর্তমান চ্যালেঞ্জগুলো মোকাবেলা এবং ভবিষ্যত প্রবৃদ্ধির জন্য সক্ষমতা অর্জনে সহায়তা করার জন্য শিল্পে আরও কিছু নীতি সহায়তা প্রদানের অনুরোধ জানিয়েছেন, যেগুলোর মধ্যে রয়েছেঃ
(১) ঋণের ৩টি কিস্তি পর পর পরিশোধ না করলে ব্যাংক তা খেলাপি হিসেবে দেখায়। এটা পরিবর্তন করে ঋণ পরিশোধের কিস্তি সংখ্যা ৩ থেকে বাড়িয়ে পুর্বের ন্যয় ৬ করা; (২) ব্যাংক খাতের সংস্কারকে সামনে রেখে কারখানাগুলোকে বিশেষ সুরক্ষা প্রদান; (৩) স্বতন্ত্র ব্যক্তির বিরুদ্ধে নেয়া কর্মকাণ্ড থেকে ব্যবসাকে রক্ষা করা; (৪) শিল্পকে ব্যবসাবান্ধব করতে শিল্পের জন্য যথাযথ নীতি সহায়তা প্রনয়ণের বিষয়ে এনবিআর ও বাংলাদেশ ব্যাংক সমন্বয়ে একটি টাস্ক ফোর্স গঠন।