বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা করার মিথ্যা মামলায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক বিল্লাল তালুকদারকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় নাসিরনগর উপজেলার কুন্ডা বাজার থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে নাসিরনগর থানা পুলিশ।
নাসিরনগর থানার এস আই মোঃ মহিন উদ্দিন জানান, তার বিরুদ্ধে আনীত অভিযোগের প্রেক্ষিতেই গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে গত ৪ আগষ্ট নাসিরনগর কলেজ মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ চলাকালে হামলার ঘটনায় সাবেক দুই এমপি সহ ১১৮ জন ও আরো অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ জন ব্যক্তিকে আসামী করে শাহ আলম পাঠান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই হামলার মামলায় সন্দেহভাজন ব্যক্তির তালিকায় বিল্লাল তালুকদারকে আটক করা হয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।