সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৭ অপরাহ্ন

ঝিনাইগাতীতে সীমান্তে বন্য হাতি কবলিত এলাকা বিএনপির সার্চ লাইট বিতরন করেন

মুরাদ শাহ জাবাল / ৩৯ বার
আপডেট সময় :: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ১১:৩৭ অপরাহ্ন

 

ঝিনাইগাতী শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তে হাতিকবলিত এলাকার লোকজনের মধ্যে তাহি তাড়াতে সার্চ লাইট বিতরন করা হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার নওকুচি এলাকায় এসব সামগ্রী বিতরন করেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সভাপতি ও শেরপুর- ৩ (শ্রীবরদী- ঝিনাইগাতী) আসনের সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাংশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আতাউর রহমান।

এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান আকন্দ, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান, নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. রুকুনুজ্জামান, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ প্রমুখ।

এ সময় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নলকুড়া ও কাংশা ইউনিয়নের স্থানীয় স্বেচ্ছাসেবী ও দলীয় নেতাকর্মীদের নিয়ে বন্য হাতির আক্রমণ ও আতঙ্ক প্রতিরোধে ১০ সদস্য বিশিষ্ট ৪৫টি কমিটি গঠন করা হয়েছে।

এসব কমিটির স্বেচ্ছাসেবকদের মধ্যে ৯০ টি সার্চ লাইট ও ৯০ টি বিকট শব্দের হুইসেল বাঁশি বিতরণ করা হয়। হাতি তাড়াতে মশালে ব্যবহারের জন্য কেরোসিন তেলের ব্যবস্থা করা হয়। একই সঙ্গে একটি করে জরুরি সেবা কেন্দ্র খোলা হয়েছে।

বার্তাপ্রেরকঃ- মুরাদ শাহ জাবাল, ঝিনাইগাতী,শেরপুর।
তাং- ২৯/১০/২৪ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!