শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম ::
পরপর ৩ বার জামালপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ইন্সপেক্টর সাইফুল্লাহ সাইফ রাজাপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে অত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রৌমারীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক যুবকের মৃত্যু চক্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই নিজস্ব রাস্তা; কোমলমতী শিক্ষার্থীদের যাতায়াত ভোগান্তি জামালপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ঢাকায় ১৭তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত জামালপুরে কিশোরী গণধর্ষণ মামলায় হাইকোর্টের জামিন না মঞ্জুর: ৪ বন্ধুকে কারাগারে পাঠানোর আদেশ জামালপুরে যুব অনূর্ধ্ব-১৮ কাবাডি প্রতিযোগিতা উদ্বোধন এবারের একুশে বই মেলায় এসেছে কবি রফিকুল ইসলাম আধারের ২ কাব্যগ্রন্থ শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক ও কৃষি শ্রমিকের মৃত্যু

সোমেশ্বরী নদীতে ৫৪ বছরেও নির্মিত হয়নি সেতুঃ ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

মুরাদ শাহ জাবাল / ১৩১ বার
আপডেট সময় :: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ১:৪৯ অপরাহ্ন

 শেরপুরের শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের সীমান্তে সোমেশ্বরী নদীতে ৫৪ বছরেও নির্মিত হয়নি সেতু।

ফলে সীমান্তের ১২টি গ্রামের শতশত মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা গেছে, এ নদীর উপর দিয়ে খাড়ামুড়া, রাঙ্গাজান, বালিজুরি,তাওয়ায়াকোচা, জুকাকুড়া,গুরুচরনদুধনই, হালুয়াহাটি,কালিবাড়ি, মালাকোচা, বিলভরট ও বিষ্ণুপুরসহ ১২টি গ্রামের শতশত মানুষ প্রতিদিন যাতায়াত করে থাকে।
কিন্তু এ নদীর উপর একটি সেতু না থাকায় বছরের পর বছর ১২টি গ্রামের হাজারো মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য নুরুল হক, খাড়ামুড়া গ্রামের সাইফুল ইসলাম, বালিজুরি গ্রামের গোলাপ হোসেন, আব্দুর রহিম,আব্দুল কুদ্দুস, আব্বাস আলীসহ গ্রামবাসীরা জানান, সোমেশ্বরী নদীর বালিজুরিতে একটি সেতু নির্মাণের দাবি উঠে দেশ স্বাধীনের পর থেকেই।

বিভিন্ন সময় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছ থেকে আশ্বাস ও পাওয়া গেছে।
কিন্তু ৫৪ বছরেও তা বাস্তবায়িত হয়নি।

তারা বলেন নির্বাচনের সময় এলে এ নদীর উপর সেতু নির্মাণের আশ্বাস দিয়ে জনপ্রতিনিধিরা শুধু আমাদের কাছ থেকে ভোট নেয়।

কিন্তু পরে কেউ আর খোঁজখবর নেয় না গ্রামবাসীদের। তাদের অভিযোগ ভারত সীমান্ত ঘেষে অবস্থিত খাড়ামুড়া গ্রামের ৫ হাজার মানুষের দুঃখ সোমেশ্বরী নদী।

নদীটি ভারত থেকে নেমে এসে দুইটি শাখায় পরিনত হয়ে খাড়ামুড়া গ্রামের দুই পাশ দিয়ে প্রবেশ করে বালিজুরি এসে একত্রিত হয়েছে। এতে খাড়ামুড়া গ্রামটি নদী বেষ্টিত হয়ে পরেছে।

শ্রীবরদী উপজেলা সদর থেকে বালিজুরি বাজারের দুরত্ব প্রায় ৩০ কিলোমিটার। বালিজুরি বাজারের উত্তর পাশ দিয়ে বয়ে গেছে সোমেশ্বরী নদী।

সীমান্ত থেকে নেমে আসা এ নদীটি খাড়ামুড়া গ্রামের দুপাশ দিয়ে বয়ে গেছে। ফলে খাড়ামুড়া গ্রামটি বিচ্ছিন্ন একটি গ্রামে পরিনত হয়েছে।

বালিজুরি গ্রামের গোলাপ হোসেন, আব্বাস আলী, কুদ্দুস মিয়াসহ গ্রামবাসীরা জানান, এগ্রামে নারী পুরুষ ও শিশুসহ প্রায় ৫ হাজার লোকের বসবাস। এ গ্রামের রাস্তা-ঘাটের করুন অবস্থা।

এগ্রামের বাসিন্দাদের সোমেশ্বরী নদী পারি দিয়ে হাট-বাজার, স্কুল কলেজে যাতায়াত করতে হয়। নদী পার হতে বর্ষা মৌসুমে নৌকা ও শুষ্ক মৌসুমী বাসের সাকোই একমাত্র ভরসা।

বালিজুরি বাজার থেকে খাড়ামুড়া ও রাঙ্গাজান গ্রামের ভারত সীমান্ত পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার পথ। গ্রামবাসীরা জানান, রাস্তাঘাটের করুন অবস্থার কারণে এ পথে চলে না কোন যানবাহন। বালিজুরি এলাকাটি সীমান্তের একটি গুরুত্বপূর্ণ এলাকা।

এখানে রয়েছে তাওয়াকোচা বিজিবি ক্যাম, বালিজুরি ফরেস্ট রেঞ্জ অফিস,বালিজুরি উচ্চ বিদ্যালয় খারামুড়া দাখিল মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়।

সোমেশ্বরী নদীর উপর একটি সেতুর অভাবে এ পথে যাতায়াতকারী মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

তাওয়াকোচা গ্রামের ইউপি সদস্য রহমত আলী,মহসিন আলী,মোরশেদ আলমসহ গ্রামবাসীরা জানান পাঁচ বছর পরপর নির্বাচন আসে ।

সে সময় জনপ্রতিনিধিরা সোমেশ্বরী নদীর বালিজুরি সেতু নির্মাণের আশ্বাস দিয়ে আমাদের কাছে ভোট নেন। কিন্তু নির্বাচনের পর কোন জনপ্রতিনিধি আমাদের আর খোঁজ খবর নেন না।

তারা বলেন এখানে একটি সেতুর অভাবে যুগযুগ ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রামবাসীদের। স্কুল কলেজর ছাত্র ছাত্রীরা সময়মত স্কুল- কলেজে যেতে পারছে না।

জরুরী ভিত্তিতে কোন রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে পারছে না গ্রামবাসীরা। উৎপাদিত কৃষি পণ্য সময়মতো বাজারজাত করতে পারছেন না কৃষকরা। গবাদি পশু পারাপারে চরম বিড়ম্বনার শিকার হতে হচ্ছে কৃষকদের।

তারা সোমেশ্বরী নদীর বালিজুরিতে জরুরি ভিত্তিতে একটি সেতু নির্মাণের দাবি জানান।

শেরপুরের এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন এখানে একটি সেতু নির্মাণের জন্য প্রকল্প প্রনয়ন করে সংশ্লিষ্ট অধিদপ্তরে পাঠানো হয়েছে। অর্থ বরাদ্দ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বার্তাপ্রেরকঃ-মুরাদ শাহ জাবাল,শেরপুর।
মোবাঃ-০১৯১৭১৩৬০৩৯
তাং- ১২/১০/২৪ইং


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!