ময়মনসিংহের ভালুকায় বসতবাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। রবিবার (২৫আগস্ট) রাতে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও গাংগাটিয়া গ্রামে এই চুরির ঘটনা ঘটে।
জানা যায় গাংগাটিয়া গ্রামের রফিকুল ইসলাম ইসমাইল (সাবেক মেম্বার) এর বসতবাড়ির গেট ভেঙে রাত তিনটার দিকে রুমে ঢুকে চেতনা নাশক স্প্রে করে, নগদ ১লাখ ১৫ হাজার টাকা, ৭ভরি স্বর্ণ, ১টি ডিসকাভার ১০০ সিসি মোটরসাইকেলসহ বিভিন্ন জিনিস চোরের দল নিয়ে যায়। এসময় অবচেতন থাকায় বাড়ির লোকজন কেউ টের পায়নি।
বাড়ির মালিক রফিকুল ইসলাম ইসমাইল জানান, এ ঘটনায় থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।