এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের বাছাইকৃত ব্যবসা সফল কর্মকর্তাদের নিয়ে প্রধান কার্যালয়ের হল রুমে ঢাকায় ২১ আগষ্ট ২০২৪ খ্রি: বুধবার Monthly Business Planning Meeting-2024 অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে জুলাই মাসের ব্যবসায় সর্বোচ্চ ক্রেডিট প্রিমিয়াম বিজয়ী ১ম, ২য়, ৩য় স্থান অর্জনকারী ডিজিএম, এসভিপি, ইভিপি ও এসইভিপি পর্যায়ে কর্মকর্তাদের সাফল্যের স্বীকৃতি স্বরূপ উপহার প্রদান এবং সদ্য যোগদানকৃত কর্মকর্তাদের ফুলদিয়ে বরণ করা হয়।
অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ শাহ্ জামাল হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় ভাইস চেয়ারম্যান এম. মাহফুজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন আরিফ সিকদার, চেয়ারম্যান- দাবি কমিটি, এ.কে.এম. মোস্তাফিজুর রহমান, চেয়ারম্যান- নির্বাহী কমিটি এবং হোসনে আরা বেগম, এজেন্সি ডিরেক্টর (ওভারসিজ)।
জুলাই ক্লোজিং- ২০২৪, মাসের সর্বোচ্চ ক্রেডিট প্রিমিয়াম বিজয়ী কর্মকর্তাদের নামের তালিকা:
১ম স্থান অর্জন করেছেন- মো: জসিম উদ্দিন (এসইভিপি), প্রধান কার্যালয়, ঢাকা, ২য় শরীফ মো. শহিদুল ইসলাম (এসইভিপি), প্রধান কার্যালয়, ঢাকা, ৩য় এইচ. এম. মিলন রহমান (এসইভিপি), প্রধান কার্যালয়, ঢাকা ।
১ম স্থান অর্জন করেছেন- ইব্রাহিম যুবায়ের (ইভিপি), চট্রগ্রাম, ২য় মো. কাউসার আলী (ইভিপি), সৈয়দপুর, ৩য় মো. রেজাউল করিম (ইভিপি), বগুড়া ।
১ম স্থান অর্জন করেছেন- হাফেজ আরিফুল ইসলাম অপু (এসভিপি), চট্রগ্রাম, ২য় মীর হোসেন (এসভিপি), মতিঝিল, ঢাকা, ৩য় মো. রেজাউল করিম (এসভিপি), শেরপুর, বগুড়া ।
১ম স্থান অর্জন করেছেন- মো. জুয়েল আলী (ডিজিএম), মিরপুর, ঢাকা, ২য় কামাল মজুমদার (ডিজিএম), ময়মনসিংহ, ৩য় হাদিউত জামান (ডিজিএম), জয়পুরহাট ।