রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ১০:১১ অপরাহ্ন

জামালপুরে মেয়র ছানুসহ ৬২জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা

আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম / ২৮ বার
আপডেট সময় :: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪, ১১:৩৪ পূর্বাহ্ন
জামালপুরে মেয়র ছানুসহ ৬২জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা

জামালপুর পৌরসভার মেয়রসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬২ নেতা-কর্মীর নামে হত্যার চেষ্টার অভিযোগে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জেলা ছাত্রদল নেতা আব্দুল করিম কামরানের ওপর হামলার ঘটনায় তার স্ত্রী সুরাইয়া আক্তার জুঁই বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় জামালপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেনকে (ছানু) প্রধান আসামী করে করে ৬২ জন নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।

মামলার অন্যান্য আসামিরা হলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সদস্য মো. সুরুজ্জামান, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ছরোয়ার হোসেন শান্ত, যুব ও ক্রীড়া সম্পাদক নাইম রহমান, জেলা শ্রমিক লীগের সভাপতি মশিউর রহমান বাবুসহ আরও অনেকেই।

১৫ আগস্ট বৃহস্পতিবার দুপুরে জামালপুর সদর থানায় এ মামলাটি দায়ের করা হয়।

আহত আব্দুল করিম কামরান জেলা ছাত্রদলের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। গত ১৯ জুলাই ছাত্রদলনেতা আব্দুল করিম কারমানের ওপর এ হামলার ঘটনা ঘটে।

মামলা সূত্রে জানা গেছে, ১৯ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে মোটরসাইকেলে পুরাতন বাইপাস মোড় থেকে গেটপাড় এলাকায় যাচ্ছিলেন ছাত্রদলনেতা কামরান। গেটপাড় যাওয়ার পথে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দের হুকুমে এবং নেতৃত্বে পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেনসহ মামলার অন্যান্য আসামিরা দেশীয় অস্ত্র, শটগান, পিস্তল নিয়ে একযোগে ওই ছাত্রদলনেতার ওপর হামলা করেন। হামলায় ছাত্রদলনেতা কামরান গুরুতর আহত হন।

মামলার বাদী সুরাইয়া আক্তার জুঁই সাংবাদিকদের বলেন, আমার স্বামী ছাত্রদলনেতা কামরান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রোগ্রাম শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় মামলায় অভিযুক্তরা তার ওপর হামলা চালিয়ে তার হাত ভেঙে দেয়। এছাড়া শরীরের অনেক স্থানে গুরুতর আহত হন। এ ঘটনায় আমি হামলাকারীদের নামে মামলা করেছি।

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহব্বত কবীর গণমাধ্যমকে বলেন, হত্যাচেষ্টার অভিযোগে ৬২ জনের নামে একটি মামলা দায়ের হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!