শেরপুরের শ্রীবরদী উপজেলার চক্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিজস্ব কোন রাস্তা না থাকাতে দূর্ভোগে কোমলমতী শিক্ষার্থীরা।
সরেজমিনে জানা যায়, রাণীশিমুল ইউনিয়নের চক্রপুর গ্রামে ১৯৬৩ সালে চক্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও নিজস্ব রাস্তার কোন ব্যবস্থা নেই। এ নিয়ে কোমলমতী শিক্ষার্থীদের দূর্ভোগের সীমা নেই। সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে এলজিএডি রাস্তার দুরত্ব প্রায় ১৫০ মিটার, এই রাস্তা নিয়ে অনেক চেষ্টা তদবীর করলেও মিলছে না কোন সুফল। শুকনো মৌসুমে বিদ্যালয়ে ক্ষেত খামার দিয়ে যাতায়াত করলেও বর্ষা মৌসুমে দূর্ভোগের সীমা থাকে না।
চক্রপুর গ্রামের স্থানীয় বাসিন্দা সাকিল বলেন, সরকার স্কুল দিয়েছে রাস্তা কেন দেই নাই? আমাদের ছেলে মেয়ে রাস্তার অভাবে স্কুলে যাইতে পারে না, অন্য বাড়ি দিয়ে ক্ষেত খামার দিয়ে ঘুরে ঘুরে স্কুলে যেতে হয়! আমাদের একটা রাস্তার ব্যবস্থা করে দেন।
চক্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুজ্জামান বলেন, এই স্কুল রাস্তার অভাবে অনেক উন্নয়ন থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে। রাস্তার অভাবে স্কুল পুনঃনির্মান সম্ভব হচ্ছে না। এই স্কুল নির্বাচনী কেন্দ্র হলেও অনেক ভোটার রাস্তার অভাবে ভোটদান থেকে বিরত থাকেন ও প্রসাশন এর কোন যানবাহন স্কুলে ঢুকতে পারেন না। এ নিয়ে বিড়ম্বনার শেষ নেই। আমাদের দাবী দ্রুত স্কুলের রাস্তার ব্যবস্থা করা হোক।
চক্রপুর গ্রামের মোশাররফ হোসেন বলেন, প্রাথমিক বিদ্যালয়ে নিজস্ব রাস্তা না থাকাতে বর্ষা মৌসুমে শিক্ষার্থীরা ঠিক মত বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারে না। রাস্তার অভাবে শিক্ষার্থীদের পড়াশুনায় ব্যাঘাত ঘটছে।
চক্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবি এম শহিদুল্লাহ বলেন, পাহাড়ের পাদদেশে স্কুলের অবস্থান থাকার কারণে আমরা অনেক উন্নয়ন থেকে বঞ্চিত। এই রাস্তা নিয়ে আমরা দীর্ঘ সংগ্রাম করে এসেছি, আমাদের দূর্ভোগ দেখার কেউ নাই। আমরা চাই কোমলমতী শিক্ষার্থীদের কথা ভেবে এলাকার স্বার্থে এই বিদ্যালয়ের রাস্তা সংযুক্ত করা হোক।
বিলভরট গ্রামের মোস্তফা কামাল বলেন, এই বিদ্যালয়ের রাস্তা না থাকাতে, ছাত্রছাত্রীদের যাওয়া আসা খুব কঠিন হয়ে পড়েছে এবং সরকারি কোন কর্মকর্তা স্কুলে ঠিক মত যেতে পারে না রাস্তার অভাবে এবং রাস্তা না থাকাতে উন্নয়ন ও শিক্ষা থেকে বঞ্চিত হতে হচ্ছে পাহাড়ি পাদদেশের চক্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতী শিক্ষার্থীরা।
শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের বলেন, তিনি এই বিষয়ে অবগত আছেন এবং খুব দ্রুত আবেদন এর ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার ব্যবস্থা করা হবে বলে আশ্বাস প্রদান করেন।