আহলে সুন্নাত ওয়াল জামায়াত কক্সবাজার উত্তর জেলার উদ্যোগে চকরিয়ায় জশনে জুলসে ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩১ আগস্ট, শনিবার সকাল ১০টায় চট্টগ্রামস্থ বিভিন্ন সুন্নি সংগঠনের প্রতিনিধি ও কর্মীদের নিয়ে চট্টগ্রাম আলমগীর খানেকায় জুলুস বাস্তবায়ন কমিটির আহবায়ক, কক্সবাজার তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ শাহাদাত হোসাইনের সভাপতিত্বে সুন্নি সমমনা সংগঠনগুলোর সমন্বয়ে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড: মুরশেদুল হক আলকাদেরী।
আরও উপস্থিত ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার মুফাচ্ছির ড: নাছির উদ্দীন, মুহাদ্দিস সরওয়ার উদ্দীন, মাওলানা আজিজুল হক আঁকাদেরী, জুলুশ বাস্তবান কমিটির সচিব হাফেজ মওলানা আবুল হাশেম, আল্লামা আবু বকর সিদ্দিকী, মাওলানা বেলালুদ্দীন সিদ্দিকী, মাওলানা রিয়াজ উদ্দিন বদরী, মাওলানা সিদ্দিক আকবর মেহেরী, মাস্টার আবদুর রাজ্জাক, কবি সাইফুল মোস্তফা বদরী, মাওলানা মুহাম্মদ আশরাফ উদ্দিন বদরী, মাওলানা হাফেজ জিয়াউল কাদের রেজভী, হাফিজ মুহাম্মদ আনিছুর রহমানসহ চকিয়ান জামেয়ার অধ্যায়নরত ছাত্ররা।
উক্ত সমন্বয় সভায় সকলের পরামর্শ ও মতামতের ভিত্তিতে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ব্যানারে আগামী ১১ রবিউল আওয়াল (১৪ সেপ্টেম্বর) চকরিয়া মগবাজার থেকে পবিত্র জশনে জুলুস আরম্ভ করার সিদ্ধান্ত হয়।
অনুষ্ঠান সঞ্চলনা করেন এইচ এম রবিউল হাসান।