কক্সবাজার জেলা ট্রাক-মিনিট্রাক চালক উন্নয়ন সমিতি ইউনিয়ন, চকরিয়া, কক্সবাজার এর কার্যকরি কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষে এক সভা ১৬আগষ্ট’২৪ইং বিকাল ৪টায়, পৌর সদরের গ্যাস পাম্প সংলগ্ন অফিসে প্রবীণ শ্রমিক নেতা শামশুল আলমের সভাপতিত্বে অনুষ্টিত হয়েছে। সভায় সর্বসম্মতক্রমে নিন্মোক্ত কার্যকরি কমিটি ও উপদেষ্টা কমিটি গঠন এবং অনুমোদন দেয়া হয়।
কমিটির নেতৃবৃন্দ হলেন- নুরুল আমিন (পুতু) সভাপতি, নবীর হোসেন ছুট্টু সহ-সভাপতি, মনজুর আলম (মনু) সাধারণ সম্পাদক, মোহাম্মদ সাহেদ সহ-সাধারণ সম্পাদক, ফরিদুল আলম কোষাধ্যক্ষ, ফরিদুল আলম সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ সেলিম লাইন সম্পাদক এবং কার্যকরি সদস্য যথাক্রমে মোঃ আবু তাহের, মোঃ নাছির উদ্দিন, মোঃ ওসমান গণি, মো: আলী হোসেন। এছাড়া উপদেষ্টা হিসেবে যথাক্রমে শামসুল আলম, নুরুল আবছার ও আবুল ফজল।
সভায় নেতৃবৃন্দ বলেন, বিগত ১৫ বছর ধরে অবহেলিত ছিল অত্র সমিতি। এখন মুক্ত হয়েছে। শ্রমিকরা স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালিত করবে। এজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানানো হয়।