শাহিন খন্দকার, মাগুরা
মাগুরায় দৈনিক কালবেলার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১৬ অক্টোবর সোমবার দুপুর ১২ টায় মাগুরা প্রেসক্লাব দৈনিক কালবেলা পত্রিকার জেলা প্রতিনিধি পঙ্কজ রায় সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
এ সময় প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান বক্তব্য বলেন, দৈনিক কালবেলা পত্রিকা স্বল্প সময়ের মধ্যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করায় দেশে ও বিদেশে পাঠক নন্দিত হয়েছে এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক বলেন, যখন মানুষ পত্রিকা পড়ায় বিমুখ হয়ে পড়ছিল, তখন দৈনিক কালবেলা নতুন নতুন খবর নিয়ে পাঠকদের আকৃষ্ট করে যাচ্ছে। এজন্য আবারও মানুষ পত্রিকা পড়ায় মনোযোগী হয়েছেন। বক্তারা দৈনিক কালবেলা পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক, নাজিমুল ইসলাম আরজু সিদ্দিকী, খাঁন শরাফত হোসেন, এম এ হাকিম, মোঃ ওলিয়র রহমান, এস আলম তুহিন, রূপক আইচ, শেখ মিঠুন ইলিয়াস, এস এম শিমুল রানা প্রমুখ।