রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৫ পূর্বাহ্ন

হিজড়া সেজে প্রতারণার দায়ে আটক-দুই

আব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া / ২৮ বার
আপডেট সময় :: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ৩:৩২ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় হিজড়া সেজে প্রতারণার মাধ্যমে চাঁদাবাজি করার অভিযোগে দুই জনকে আটক করেছে স্থানীয় জনতা। ২৩ অক্টোবর ২০২৪ রোজ বুধবার উপজেলার কোয়রপুর গ্রামের বাসিন্দারা তাদের অত্যাচারে অতিষ্ট হয়ে দুই জনকে আটক করে।

আটককৃতরা হলেন গাজীপুর কোনাবাড়ির সন্ধ্যা এবং হবিগঞ্জের মাধবপুরের ইসমাইল মিয়ার ছেলে মাসুক মিয়া। মাসুক মিয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি দীর্ঘদিন ধরে পুরুষ হয়েও তৃতীয় লিঙ্গের মানুষ পরিচয় দিয়ে নাসিরনগরের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করে আসছিলেন।তাছাড়াও সদর ইউনিয়নের কুলিকিন্ডা গ্রামের মৃত তৌহিদের ছেলে তোফাজ্জল মিয়াও পুরুষ হয়ে হিজড়া সেজে দীর্ঘদিন ধরে প্রতারনা করার অভিযোগ রয়েছে।

কোয়রপুর গ্রামের বাসিন্দা সুভাষ সরকার জানান, আগে হিজড়া সম্প্রদায়ের মানুষ শহরে বাস করলেও এখন তারা গ্রামাঞ্চলে এসে চাঁদাবাজি সহ নানা অত্যাচার নির্যাতন শুরু করেছে।

গ্রামের প্রতিবাদী যুবক মুশফিকুর রহমান বাবু জানান,মাসুক মিয়া একজন পুরুষ কিন্তু তিনি হিজড়া সেজে প্রতারণা করছিলেন। আটক হওয়ার পর তিনি তার আইডি কার্ড দেখাতে অস্বীকৃতি জানান। পরে তার ভ্যানিটি ব্যাগ থেকে একটি আইডি কার্ড পাওয়া যায়, যা থেকে তার পুরুষ পরিচয় নিশ্চিত করা হয়। তার কাছ থেকে একটি ভারতীয় আইডি কার্ডও পাওয়া গেছে, যা মানব পাচারের সাথে তার সম্পৃক্ততার সন্দেহ সৃষ্টি করেছে বলে মনে করছেন সচেতন মহল।

আটককৃত দুইজনকে স্থানীয় জনগণ পুলিশে সোপর্দ করেছে। এ বিষয়ে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল কাদের ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!