মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
শেরপুরে সার্বিক বন্যা পরিস্থিতি উজানে উন্নতি ও ভাটি এলাকায় অবনতি, দুর্ভোগে হাজারো মানুষ প্রবীণ দিবস ও আমাদের কর্তব্য শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর অস্ত্রসহ হামলাকারী আসামি মোশারফ হোসেন গ্রেফতার শিক্ষার্থীকে ফ্যানে ঝুলিয়ে পেটানোর হুমকি ইবি শিক্ষকের নালিতাবাড়ীর বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করলো ঢাকাস্থ শেরপুর জেলা সমিতি ভালুকায় অটোরিক্সায় চার্জ দিতে গিয়ে চালকের মৃত্যু ভালুকায় শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, পুড়ল ৪ দোকান নোয়াখালীতে টিকটক বানাতে গিয়ে কিশোরকে হাত-পা বেঁধে হত্যা নকলা জামায়াত ইসলামীর পক্ষ থেকে খাবার বিতরণ শেরপুর গণপূর্ত বিভাগে ‘বিশ্ব বসতি দিবস-২০২৪’ উদযাপন

শেরপুরের উন্নয়নে দুর্নীতি মূলোৎপাটন করে বৈষম্য নিরসনের বিকল্প নেই

এস এইচ শাকিল / ৩৭ বার
আপডেট সময় :: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ৬:০৮ অপরাহ্ন

শেরপুরের উন্নয়নে দুর্নীতি মূলোৎপাটন করে বৈষম্য নিরসনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শেরপুর জেলা উন্নয়ন সংগ্রাম পরিষদের প্রধান সমন্বয়কারী মহিউদ্দিন আহমেদ।

আজ শনিবার সকাল ১১টায় মালিবাগের শাহ জালাল কমপ্লেক্স ভবনের বীকন মিলনায়তনে শেরপুর জেলা উন্নয়ন সংগ্রাম পরিষদ আয়োজিত ‘শেরপুর জেলা নাগরিক সংলাপ’ শীর্ষক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, শেরপুর জেলা সর্বদা উন্নয়নের ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছে। শেরপুরের জনগণ আওয়ামী লীগ সরকারকে একচেটিয়া ভোট প্রদান করলেও শেরপুর জেলার মানুষের ভাগ্য পরিবর্তন ও উন্নয়নে সরকার ছিল উদাসীন। বর্তমানে সরকার পরিবর্তন হলেও চাঁদাবাজ সিন্ডিকেট ও দুর্নীতিবাজদের শুধু রূপ পাল্টিয়েছে।

তিনি আরো বলেন, সরকার পতনের পর যেভাবে চাঁদাবাজি আর দখলদারিত্ব চলছে তাতে করে ছাত্র-জনতার হাজার প্রাণের অবদান বিলীন হয়ে যাচ্ছে। এসব লুটপাটকারী দুর্নীতিবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে নাগরিক সমাজকে। শেরপুরের ছাত্র-জনতাকে একতাবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে। শেরপুরের এলজিডিতে দুর্নীতি-অনিয়ম চলমান আছে। শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। প্রাকৃতিক সৌন্দর্য এবং কৃষিসমৃদ্ধ শেরপুর জেলাকে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে তুলে ধরতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সংগঠনের সদস্য সচিব অ্যাডভোকেট মনিরুজ্জামান (শাশ্বত মনির) এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক যুগ্ম সচিব ও বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সাবেক সদস্য শাহ মো: আবুরায়হান আলবেরুনী।

আলবেরুনী বলেন, শেরপুরের উন্নয়নের স্বার্থে আমাদের সকলকে একজোট হতে হবে। আমাদের জেলার যারা দেশের গুরুত্বপূর্ণ পদে আছেন তাদের নিয়ে একটি উন্নয়ন পরিষদ গঠন করা যেতে পারে। কিভাবে শেরপুরকে এগিয়ে নেওয়া যায় সে ব্যাপারে তারা দিকনির্দেশনা দেবেন।

এসময় তিনি তরুণ সমাজকে তথ্যপ্রযুক্তি ও কৃষিভিত্তিক জ্ঞান অর্জনে জোর দেওয়ার তাগিদ দেন। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে পুনর্বাসনসহ আহতদের সুচিকিৎসার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান।

শাশ্বত মনির বলেন, শেরপুর জেলায় অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ থাকলেও সে অনুযায়ী শেরপুরের উন্নয়ন ঘটেনি। বড় নেতাদের দ্বন্দ্বের কারণেই বারবার উন্নয়ন বাধাগ্রস্থ হয়েছে। তাই দলমত নির্বিশেষে সকলকে একযোগে কাজ করতে হবে।

তিনি বলেন, পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে সবথেকে বেশি ধান উৎপন্ন হয় শেরপুর জেলায়। শেরপুরের পর্যটনখাত গুলোকে তুলে ধরতে পারলে রাজস্ব খাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া নাকুগাঁও স্থলবন্দরকে আধুনিক ও যুগোপযোগী করা হলে দেশের আমদানি ও রপ্তানিও বৃদ্ধি পাবে। অথচ এই জনপদকে সব সরকার সবসময় উন্নয়ন থেকে বঞ্চিত করেছে। আমরা আর এই বৈষম্য চাই না। আমরা এবার উন্নয়ন চাই।

এসময় তিনি জাতির ক্রান্তিলগ্নে শেরপুরের কৃতী সন্তান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান যে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন সেজন্য সংগঠনের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানান। তার বলিষ্ঠ নেতৃত্বের কারণেই দেশে আজ স্থিতিশীলতা বিরাজ করছে।

হারুন অর রশীদ বলেন, শেরপুর জেলাভিত্তিক যেসব সংগঠন রয়েছে তাদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। শুধুমাত্র সভা-সেমিনার করার মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না। আমাদের কাজের ঘাটতি খুঁজে বের করতে হবে এবং সরকারী-বেসরকারী উদ্যোগে তার সমাধান করতে হবে। সেইসাথে আমাদের সম্ভাবনাময় খাতগুলোকে জাতীয় ও আন্তর্জাতিক মহলে তুলে ধরতে হবে। সর্বোপরি শেরপুরবাসীকে দলমত নির্বিশেষে একাত্মতা প্রকাশ করে সার্বিক উন্নয়নে সচেষ্ট থাকতে হবে।

তিনি আরো বলেন, শেরপুরে যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন তাদের কর্মকাণ্ড বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। এক্ষেত্রে শেরপুরের কমপক্ষে একশ জন উজ্জ্বল নক্ষত্রকে নিয়ে একটি বই প্রকাশ করা যেতে পারে যা আমাদের এই নতুন প্রজন্মকে আলোর পথ দেখাতে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে।

সভায় এছাড়া আরো বক্তব্য রাখেন ঝিনাইগাতীর উত্তরণ স্কুলের সাবেক প্রধান শিক্ষক হারুন অর রশীদ, দৈনিক আমাদের দিন পত্রিকার ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি মুরাদ শাহ জাবাল, খালিদ রহমান খুশবু, শাহাদাত হোসেন শাকিল প্রমুখ। এছাড়া সভায় নেজাব উদ্দিন সাজু, কে এম সাখাওয়াত হোসেন, জোবায়ের হোসেন, আব্দুল জব্বার সজল, রাশেদুল ইসলাম তুহিন, শরীফ সালেহীন, মো. মাহেদী হাসান, রেজাউল করিম শানু, মাহমুদুর রহমান নোবেল, মো. ফেরদৌস, নিলুফার ইয়াসমিন, মাছুমা আক্তার, ইঞ্জি. রাজীব চক্রবর্তী, ফরিদ মণ্ডল, জেসমিন আক্তার দীপা, মো. জীবন, মো. সাইফ, নোমান প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!