রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৮ পূর্বাহ্ন

জনবান্ধব রাজস্ব আদায়ে ঢাকা ব্যাংক পিএলসির সাথে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

শওকত আলী হাজারী / ৩২ বার
আপডেট সময় :: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ১১:১৯ পূর্বাহ্ন

সোমবার ১৮ নভেম্বর ২০২৪ খি: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বুড়িগঙ্গা হলে ট্রেড লাইসেন্স ফি ও হোল্ডিং ট্যাক্স প্রদানে নাগরিকদের জনভোগান্তি কমাতে ঢাকা ব্যাংক পিএলসির সাথে একটি সমঝোতা স্মারক (MOU) সই করা হয়।

নাগরিকদের সেবাকে সহজ ও ত্বরান্বিত করতে বর্তমান বাস্তবতার নিরিখে ট্রেড লাইসেন্স ফি ও হোল্ডিং ট্যাক্স প্রদানের প্রক্রিয়াকে সহজতর করার ঐকান্তিক প্রচেষ্টা বাস্তবায়ন করা হয়। জনগন যেন সহজেই তার ফি পরিশোধ করতে পারে সে লক্ষ্যে Memorandum of Understanding ( MOU) স্মারক উদ্যোগে স্বাক্ষর করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান ও ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ মারুফ।

উক্ত সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অন্যান্য সিটি কর্পোরেশনের চেয়ে রাজস্ব আদায়ে একটি অনন্য উদাহরন। রাজস্বের হার না বাড়িয়ে বিদ্যমান হারে সর্বোচ্চ রাজস্ব আদায় করা আমাদের মূল লক্ষ্য। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সেবাগুলো আমরা দিয়ে থাকি সেসব সেবাগুলো থেকে একটি সার্ভিস চার্জ আমরা পেয়ে থাকি। সার্ভিস চার্জ আদায়কে জনবান্ধব করতে ঢাকা ব্যাংক পিএলসি সেবা অব্যাহত রাখবে। কম লাভ করে, সর্বোচ্চ সেবা দিয়ে নাগরিক আত্মতুষ্টির উপর গুরুত্ব আরোপের নির্দেশনা দিয়ে তিনি বলেন, জনগনকে সেবা প্রদানের মাধ্যমে অন্যান্য ব্যাংকের সাথে প্রতিযোগিতা করে যথাযত জনবান্ধব সেবা নিশ্চিত করে তারা তাদের অবস্থান ও আস্থা বজায় রাখতে হবে।

এছাড়াও ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ বলেন, কাজ করতে পারলে আমাদের সফলতা আসবে, আমরা সিটি কর্পোরেশনের সেবা সঠিকভাবে প্রদান করলে আমাদের সফলতা আসবে। সেবা প্রদানের আশ্বস্ততায় বলেন, জনগনকে সার্ভিস দিতে আমাদের পক্ষ থেকে কোন ধরনের ত্রুটি থাকবে না।

সিস্টেম এনালিস্ট আবু তৈয়ব রোকনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সচিব বশিরুল হক ভূঁইয়া, প্রধান রাজস্ব কর্মকর্তা মুনিরুজ্জামান, সকল আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, উপপ্রধান রাজস্ব কর্মকর্তা, রাজস্ব কর্মকর্তা ও ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শেখ আব্দুল বাকির, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এ.এম.এস. ময়েন উদ্দিন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!