আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. আজিজুর রহমান পদত্যাগ করেছেন। সোমবার বিকেল ৫টা ৪০ মিনিটে তিনি পদত্যাগ করেন। আবহাওয়াবিদ ড. মোহাম্মদ আবুল কালাম মল্লিক ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গতকাল থেকে আমাদের যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজ পরিচালক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন মো. আজিজুর রহমান। বিকেল ৫টা ৪০ মিনিটে তিনি পদত্যাগ করেন।
আন্দোলনকারী সবাইকে এ সময় শান্ত থাকার আহ্বান জানান মোহাম্মদ আবুল কালাম মল্লিক। তিনি বলেন, আমাদের পরবর্তী সিদ্ধান্ত আগামীকাল নেব।
এর আগে, নয় দফা দাবি আদায়ে আবহাওয়া অধিদফতরের পরিচালককে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা।
রোববার দুপুর ১২টায় আবহাওয়া অধিদফতরের সামনে মানববন্ধনের মাধ্যমে এই আল্টিমেটাম দেন তারা।
তাদের দাবিগুলো হলো- নতুন অর্গানোগ্রাম দ্রুত বাস্তবায়ন। নতুন নিয়োগ বিধি সংশোধন পূর্ব কর্মকর্তা /কর্মচারীদের পদোন্নতি অবিলম্বে চালু করেন। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরকে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত করা। দুর্নীতির সঙ্গে জড়িতদের শাস্তির আলোতে আনা। পূর্বের সব চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা। পেশাদারিত্বের ভিত্তিতে সংস্থা প্রধান নিজ প্রতিষ্ঠান থেকে নিয়োগ করা। ২০১৬ সাল থেকে স্থগিত পদোন্নতি ও নিয়োগ অবিলম্বে চালু করে স্থিত পদের অর্ধেকের বেশি শূন্য পদ দ্রুত পূরণের মাধ্যমে আবহাওয়া কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার ব্যবস্থা করা। হয়রানি মূলক বদলি দূর করা। টেন্ডার বাণিজ্য দূর করা। অর্থ অপচয় রোধ করা এবং সরকারের অর্থ সাশ্রয় করা। কর্মচারীদের মেধা সততা কর্মদক্ষতাকে বিবেচনা নিয়ে তাদের সঠিক মূল্যায়ন করা ও পদায়ন করা। সুন্দর ও সুস্থ কর্মপরিবেশ সৃষ্টির মাধ্যমে আবহাওয়া পরিষেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছানোর ব্যবস্থা করা।