মাগুরায় রক্তাক্ত ২৮ অক্টোবর ২০০৬ স্মরণে রবিবার বিকালে শহরের আতর আলী পাবলিক লাইব্রেরী চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা জামায়াতের ইসলামীর আমীর অধ্যাপক এমবি বাকেরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশের শুরার অন্যতম সদস্য, যশোর – কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আব্দুল মতিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আরাফাত হোসেনের গর্বীত পিতা মোঃ ওলিয়র রহমান,জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর হাফেজ মাওলানা লিয়াকত আলী খাঁন।
জেলা জামায়াতের ইসলামী সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু’র সঞ্চালয়নায় বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রটারী অধ্যক্ষ মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারী আব্দুল গাফফার, শহর আমীর অধ্যাপক আশরাফুল আলম রক্তাক্ত ২৮ অক্টোবরের আহত মোঃ সাগর আলী, ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি মোঃ আশিকুর রহমান, সেক্রেটারী ফারুক হোসেনসহ অন্যরা।
জেলার শ্রীপুর,মহম্মদপুর ও শালিখা উপজেলাতে জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুরুপ কর্মসূচী পালিত হয়েছে বলে জানা গেছে।