বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভালুকা উপজেলা যুবদল ও পৌর যুবদল কর্তৃক আয়োজিত আলোচনা সভা ফ্রী মেডিকেল সার্ভিস ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় একটি আনন্দ মিছিল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে পূনরায় দলীয় কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয় রোববার (২৭ অক্টোবর) উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা দক্ষিণ যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক, হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আলহাজ্ব আবু সাঈদ জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক, ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান, ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক মজিবর রহমান মজু, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মামুন, হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো: জিয়াউর রহমান ও যুবদল ভালুকা উপজেলা সকল ইউনিটের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আগত সাধারণ মানুষকে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে ফ্রী মেডিকেল সেবা দেওয়া হয়।
আলোচনা শেষে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়।