বানভাসিদের মাঝে শিশু খাদ্য, শুকনা খাবার এবং ঔষধ সামগ্রী বিতরণ করেছে বিএমএসএফ ভালুকা উপজেলা শাখা। ২ সেপ্টেম্বর সোমবার স্থানীয় বিএমএসএফের নেতাকর্মী ও সাংবাদিকদের মাধ্যমে বন্যা কবলিত এলাকার মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
বন্যা কবলিত ফেনী জেলার বিভিন্ন এলাকার দাগনভূঞা, লাকসাম, লালপুল এলাকায় ক্ষতিগ্রস্ত ৩০০ শতাধীক পরিবারের মাঝে, দুধ, চিনি, সুজি, খাবার পানি, চিড়া, টোস্ট ও শিশুদের জন্য বিস্কুট, চকলেট, এবং খাবার স্যালাইন, প্যারাসিটামল, অন্যান্য ওষুধ বিতরণ করা হয়।
টিমের সাথে বিভিন্ন জায়গায় খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন যায়যায়দিন ফেনী প্রতিনিধি আজাদ মালদার, বিএমএসএফ’র ফেনী জেলা সেক্রেটারী তুহিন আহমেদ, ভালুকা শাখার সভাপতি সফিউল্লাহ আনসারী, বিশিষ্ট ব্যাবসায়ী শারফুল ইসলাম, যুবনেতা এসআই উজ্জল, মাও. হাবিব জীহাদী, মিজান মোল্লা,আজহার মোল্লা, জালাল উদ্দিন, খালিদ জামিল কাব্য প্রমূখ উপস্থিত ছিলেন।