নেছারাবাদে শারদীয়া দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলায় ভিজেলেন্স টিম গঠন সহ ১২৫টি পূজা মন্ডপে অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান।
এসময়ে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটি নেছারাবাদ শাখার সভাপতি শশঙ্ক রঞ্জন সমাদ্দার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, সেনাবাহিনীর মেজর বদরুল আলম, থানা ইনচার্জ বনি আমিন, নেছারাবাদ উপজেলার সহকারী কমিশনার (ভূমি ) জনাব রায়হান মাহমুদ, স্বরূপকাঠি প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা সহ আরো অনেক নেতৃবৃন্দ।
আলোচনা সভার সভাপতি মনিরুজ্জামান বলেন, কোন ধরনের নাশকতা ও সন্ত্রাসী মূলক কর্মকাণ্ড যে কেউ ঘটাক না কেন তাকে আইনের আওতায়নে বিচার করা হবে। হিন্দু সম্প্রদায়দের আরো তিনি বলেন, আপনারা বিগত দিনে যেভাবে দুর্গাপূজা উদযাপন করে আসছে সেভাবেই দুর্গাপূজা পালন করবেন।কোন রকমের সমস্যা মনে করলে আমাদেরকে জানাবেন। আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী আপনাদের পাশে থাকবে।
আলোচনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নেছারাবাদ উপজেলার ১২৫টি পূজা মন্ডপে আর্থিক চেক বিতরণ করেন।