গ্লোব নিবাস রাজারবাগ-১ ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতি’র ২০২৪-২০২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন উপলক্ষে “উন্নয়ন, ভ্রাতৃত্ব বন্ধন, স্বচ্ছতা ও জবাবদিহীতার ভিত্তিতে দুর্নীতিমুক্ত বৈষম্যহীন সমাজ গঠন আমাদের আদর্শ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে “সফিক -মোস্তফা-কাদের-হিটলু” পরিষদের প্যানেল পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর রাজধানী রাজারবাগের হোটেল আশরাফিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য গ্লোব নিবাস রাজারবাগ-১ ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতি ২০২৪-২০২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে “সফিক -মোস্তফা-কাদের-হিটলু” পরিষদ প্যানেলে সভাপতি পদে অ্যাড. আলহাজ্ব মোঃ সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে মোঃ গোলাম মোস্তফা সরকার, সহ-সভাপতি পদে জাহিদ হোসেন মজুমদার, কাজী মফিজুল হক, টি.এম. রেজাউল করিম লিটন, অর্থ সম্পাদক পদে ইঞ্জিনিয়ার শেখ গোলাম কাদের, সাংগঠনিক সম্পাদক পদে প্রকৌশলী উসমান সরওয়ার আলম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে ডা. সাদেকুর রহমান ইমন, দপ্তর সম্পাদক পদে এনামুল হক রুবেল, যুগ্ম সম্পাদক পদে প্রকৌশলী সাদমান সৌমিক হিমন, বাঁধন মোঃ সাদমান, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে ইঞ্জিনিয়ার এম ইজাজ আহমেদ সাদী, নির্বাহী সদস্য পদে আলহাজ্ব মোঃ আব্দুল জব্বার, প্রকৌশলী এ ডব্লিউ সাইদ, মসির আহাম্মদ মজুমদার, আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়া, এস এম হায়দার আলী হিটলু প্রার্থী হয়েছেন।
বিশিষ্ট ব্যাংকার আবু সাদেক এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি)’র সাবেক কমিশনার মোঃ হারুনুর রশীদ। তিনি গ্লোব নিবাস রাজারবাগ-১ ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং ৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য গ্লোব নিবাস রাজারবাগ-১ ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির ২০২৪-২০২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন সুষ্ঠু ও প্রাণব্যঞ্জক হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
কাজী মফিজুল হক তার বক্তব্যে “সফিক-মোস্তফা-কাদের-হিটলু” প্যানেলে ভোট চান এবং এ প্যানেল নির্বাচিত হলে গ্লোব নিবাস রাজারবাগ-১ ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির অসম্পূর্ণ কাজ সম্পন্ন করবেন বলে আশ্বস্ত করেন।
মসির আহমেদ মজুমদার নির্বাচনী ইশতেহার পাঠ করেন এবং গ্লোব নিবাস রাজারবাগ-১ ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির পরবর্তী কর্মপরিকল্পনা তুলে ধরেন।
ইঞ্জিনিয়ার ওসমান সারওয়ার আলম বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে ইতিপূর্বে সমিতি ফ্ল্যাটের উন্নয়ন কার্যক্রম পরিচালিত করেছে।
জাহিদ হোসেন মজুমদার আগামী ৬ ডিসেম্বর “সফিক-মোস্তফা-কাদের-হিটলু” পূর্ণ প্যানেলকে জয়যুক্ত করার আহ্বান জানান।
ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা সরকার বিগত পরিষদের কার্যক্রম স্বচ্ছতা ও ন্যায়ের ভিত্তিতে হয়েছে বলে উল্লেখ করেন।
সভায় মো. জুলফিকার আলী খান, অ্যাডভোকেট গোলাম কবিরসহ গ্লোব নিবাস রাজারবাগ-১ ফ্ল্যাটের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রাণবন্ত ও উৎসব মূখর পরিবেশে প্যানেল পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এবং নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।